মানিকগঞ্জের ঘিওরে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
ডেক্স নিউজঃ
মানিকগঞ্জের ঘিওরে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এক বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিল
অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) মানিকগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও বিএনপি’র সাবেক প্রয়াত মহাসচিব মরহুম খোন্দকার দেলোয়ার হোসেনের জ্যেষ্ঠ পুত্র ড. খোন্দকার আকবর হোসেনের সার্বিক পৃষ্ঠপোষকতায় উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা কৃষকদলের সাবেক সভাপতি জনাব খোন্দকার আক্কাস আলী, নবগঠিত মানিকগঞ্জ জেলা জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক মাসুদ করিমসহ ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলা বিএনপি ও অংগ সংগঠনগুলোর নেতা ও কর্মীবৃন্দ। দোয়া মাহফিলপূর্ব এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়াকে নি:শর্ত মুক্তি দিয়ে সু চিকিৎসার জন্যে অতিসত্বর বিদেশে নিয়ে যাবার জোড় দাবী জানান। ড. খোন্দকার আকবর হোসেন তার বক্তব্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনার পাশাপাশি আগামীদিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারুণ্যের প্রতীক তারেক রহমানের আহবানে সাড়া দিয়ে সরকার পতনের একদফা আন্দোলনে ঝাপিয়ে পড়ার আহবান জানান এবং জনগণকে সাথে নিয়ে ভোটের অধিকার প্রতিষ্ঠাকল্পে রাজপথে অবস্থান করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ ধরনের আরো সংবাদ
ড. খোন্দকার আকবর হোসেন বাবলু হাজারো নেতাকর্মী নিয়ে বিএনপির মহাসমাবেশে যোগদা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫২তম জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ, দোয়া মাহফিল।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শাহ একলিমুর রেজা আরাফাতের দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিলক ইউনিয়ন শাখা’র উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পলাশবাড়ীতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩তম জন্ম বার্ষিকী অনুষ্ঠিত:
খাজা গরীবে নেওয়াজ ভারতবর্ষে ইসলামের আলো জ্বালাতে এসেছিলেন-আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত


