গত ১৩ই ফেব্রুয়ারি নগরীর চাঁদগাঁওয়ে হাজী কালামিয়া সওদাগর বাড়ী প্রাঙ্গণে মাহফিল এন্তেজামিয়া কমিটির উদ্যোগে প্রতি বছরের মতো এই বছরও হযরত খাজা মইনুদ্দিন চিশতী(রাঃ) এর অষ্টম তম ওরস মোবারক উপলক্ষে এক আজিমুশশান মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলটি সভাপতিত্ব করেন আলহাজ্ব হাফেজ মাওলানা মোঃ আমিন। উক্ত মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মাওলানা হাসান রেজা আল কাদেরী।
তিনি বলেন, হুজুর রাসুলে করিম (দ.) ইশরায় ভারত উপমহাদেশে ইসলামের যে আলো নিয়ে এসেছিলেন তাই শত বছর ধরে পরস্পর বিপরীতমুখী চিন্তা-চেতনায় মানুষকে একত্রিত করে সাম্য সম্প্রীতি সৌহার্দ্য প্রতিষ্ঠা করেছে। যার কারণে প্রায় দু’শো বছর ধরে শাসন করছে ইংরেজদের লর্ড কার্জন স্বীকার করেছেন। ভারতের শাসনভার ইংরেজদের কাছে থাকলেও প্রকৃত পক্ষে খাজা গরীবে নেওয়াজ (রহ.) আমল থেকেই ভারতের রাজত্ব চলে। আর সে কারণেই ভারত উপমহাদেশে ইসলাম প্রতিষ্ঠা করে শান্তিময় সমাজ বিনির্মাণের মাধ্যমে ঈমানী স্বাদ অর্জনের কর্মসূচি বিতরণ করেন।
বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মাওলানা মোঃ সেলিম উদ্দিন আনোয়ারী। তিনি বলেন, খাজা বাবা ভারতবর্ষে ইসলামের আলো জ্বালাতে এসেছিলেন। তাঁর অসাধারণ আধ্মাতিক শক্তি ও কূটকৌশলের কাছে পরাভূত হয়ে হাজার হাজার বিধর্মী ইসলাম ধর্মে দীক্ষিত হন।
উক্ত মিলাদ মাহফিল শেষে মোনাজাতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য দোয়া করা হয়। বক্তারা বলেন, নবী-রাসুলের পথ অনুসরণ করলেই ব্যক্তি ও সমাজ জীবনে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। মানুষের মধ্যে মানবতা জাগ্রত হবে। ধনী-দরিদ্র বৈষম্য ভুলে গিয়ে সবাইকে কোরআন সুন্নাহ আলোকে জীবন গঠন করার আহবান জানানো হয়।উক্ত মাহফিলে আরো উপস্থিত ছিলেন মাহফিল এন্তেজামিয়া কমিটির সদস্যবৃন্দ ও এলাকাবাসী।