চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২ কোটি ৪৪ লাখ টাকা মূল্যমানের বৈদেশিক মুদ্রা আটক।
নিজস্ব প্রতিবেদকঃ
অদ্য ১৯/০৯/২০২৪ খ্রিঃ তারিখে মহাপরিচালক, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, ঢাকার গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, আঞ্চলিক কার্যালয়, চট্টগ্রামের গোয়েন্দা দল শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান গ্রহণ করে। গোয়েন্দা নজরদারির এক পর্যায়ে ঢাকা-চট্টগ্রাম-দুবাই রুটের ফ্লাইট নং:BS 343 চট্টগ্রামে অবতরণ করলে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর সহযোগিতায় এয়ারক্রাফট হতে যাত্রী জনাব মোঃ জাকির হোসাইনকে (স্থায়ী ঠিকানা: ১১/১, সিক্কাটুলী লেন, বংশাল, ঢাকা জিপিও ১০০০, ঢাকা) গোয়েন্দা হেফাজতে বিমান বন্দরে নিয়ে আসা হয়।
পরবর্তীতে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে উক্ত যাত্রীর ব্যাগেজ তল্লাশী করে ৭,৭০,০০০ (সাত লক্ষ সত্তর হাজার) সৌদি রিয়াল এবং ৪৬,০০০ (ছেচল্লিশ হাজার) দিরহাম পাওয়া যায় যা সোনালী ব্যাংক হতে প্রাপ্ত মুদ্রা বিনিময় হার অনুযায়ী বাংলাদেশী টাকায় ২,৪৪,৮০,০০০/- (দুই কোটি চুয়াল্লিশ লক্ষ আশি হাজার) টাকা। আটককৃত বৈদেশিক মুদ্রা কাস্টম হাউস, চট্টগ্রামের গুদামে জমা প্রদান এবং ফৌজদারি মামলা দায়ের করার প্রক্রিয়া চলমান রয়েছে।