ড. খোন্দকার আকবর হোসেন বাবলু হাজারো নেতাকর্মী নিয়ে বিএনপির মহাসমাবেশে যোগদান
স্টাফ রিপোর্টারঃ
বিএনপির সাবেক প্রয়াত মহাসচিব মরহুম খোন্দকার দেলোয়ার হোসেনের জ্যেষ্ঠ পুত্র, মানিকগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর-শিবালয়) আসন থেকে মনোনয়ন প্রত্যাশী ড. খোন্দকার আকবর হোসেন বাবলু শুক্রবার (২৮জুলাই) মানিকগঞ্জ থেকে বিএনপির হাজার হাজার নেতাকর্মী নিয়ে কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন মহাসমাবেশে যোগদান করেন।
এ সময় ড. খোন্দকার আকবর হোসেন বাবলু গণমাধ্যম কর্মীদের সাথে এক সাক্ষাৎকারে বলেন, আমরা চাই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক, নিরপেক্ষ সরকারের অধীনে একটি অবাধ সুষ্ঠু ও সকল দলের অংশগ্রহণমূলক একটি নির্বাচন অনুষ্ঠিত হোক। তিনি বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রীর বেগম খালেদাজিয়ার মুক্তির দাবিসহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের ষড়যন্ত্র মূলক সকল মামলা প্রত্যাহার করে দেশে আসার ব্যাবস্থা করে দেওয়ার দাবি করেন।তিনি আরো বলেন, এদেশের গণতন্ত্রকামী মানুষের এক দফা দাবি আদায়ের আন্দোলনে রাজপথে জীবন দিতেও প্রস্তুত রয়েছি। রাজপথে যখন নেমেছি আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবো না।
এ ধরনের আরো সংবাদ





