জুনায়েদ হোসেন, চট্টগ্রাম মহানগর প্রতিনিধি,
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বোয়ালখালী উপজেলার ১০ নং আহলা কড়লডেঙ্গা ইউনিয়ন পরিষদে নির্বাচন চলাকালীন দায়িত্বরত সাংবাদিকদের গাড়ি ভাঙচুর করা হয়।
৫ই জানুয়ারি ইউপি নির্বাচনে আহলা কড়লডেঙ্গা ইউনিয়নের আসাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ভাঙচুর করা হয়। 

ভোট চলাকালীন সময়ে আহলা কড়লডেঙ্গা ইউনিয়নের একটি কেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সকাল ৭টার দিকে আহলা করলডেঙ্গা ইউনিয়নে লুদি শিকদার পাড়া এলাকায় সংঘর্ষের ঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হারুন রিপন প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল হসপিটালে হস্তান্তর করা হয়।আহলা করলডেঙ্গা ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী আবুল মনসুরের সমর্থকদের সঙ্গে আনারস প্রতীকের প্রার্থী আবদুল মান্নানের সমর্থকদের দফায় দফায় সংঘর্ষ হয়।