অভি পাল,চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
বোয়ালখালী উপজেলার ৫নং সারায়োতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ব্যাপক অনিয়ম-কারচুপির এবং ভোটারদেরকে প্রকাশ্যে নৌকা প্রতীকে ভোট দিতে বাধ্য করার অভিযোগে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন চেয়ারম্যান প্রার্থী । একইসঙ্গে এজেন্টদেরকে ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া এবং ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ করেন তিনি।
স্বতন্ত্র প্রার্থী এ.এম.এম ইউসুফ চৌধুরীর প্রতীক হলো আনাসর। বুধবার (৫ জানুয়ারি) বিকাল ৩ টায় সাংবাদিকদের সামনে এ ঘোষণা দেন তিনি।
এ বিষয়ে বলেন, নির্বাচন সুষ্ঠ করার জন্য প্রতিটি ভোটকেন্দ্রে র্যাব ও বিজিবি টহল দেওয়ার কথা শুনেছি। কিন্তু বাস্তবে তা দেখা যায়নি। প্রতিটি কেন্দ্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় নৌকার প্রার্থীর কর্মী ও সমর্থরা ভোট দিয়েছে। এ কাজে পুলিশ কোনো বাধা দেয়নি, অনেক ক্ষেত্রে সহযোগিতা করেছে। নির্বাচনের আগেও তারা আমাকে আঘাত করেছে এবং এখনও তারা নানাভাবে আমাকে হুমকি দিয়ে যাচ্ছে। বিষয়টি ইউপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও স্থানীয় প্রশাসনকে জানালেও তারা কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। তাই নির্বাচন বর্জন করলাম আমি।