আগামী ০৫-০১-২২ইং ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী আলাউদ্দিন পিতাঃ মৃত আব্দুল কুদ্দুস,মাতাঃজাহানারা বেগম, গ্রামঃ নৈরাজপুর, পোঃ কে.এম হাট , ফেনী সদর ,ফেনী। জাতীয় পরিচয়পত্র নং ৩৭১৪০২৪০৪৩ । ১৩ নং ফরহাদ নগর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য বিগত ০৯/১২/২০২১ইং তারিখে ফাজিলপুর ও ফরাদনগর নির্বাচনি রির্টার্নিং অফিসার বরাবরে মনোনয়ন দাখিল করেন এবং মনোনয়ন পত্র যাচাই বাচাই করার পরে বৈধ বলে বিবেচিত হয় ।স্বতন্ত্র প্রার্থী হিসাবে রির্টানিং অফিসারের চাহিদা মোতাবেক সমস্থ কাগজপত্র দাখিল করি ।মনোনয়নপত্র রির্টারনিয় আফিসার কর্তৃক বৈধ ঘোষনা হওয়ার পর এলাকার চিহ্নিত সন্ত্রাস প্রকৃতির লোকজন তাকে বিভ্রান্ত করে মনোনয়ন প্রত্যাহার করার জন্য হুমকি প্রদান করে আসছে। প্রার্থী আলাল উদ্দিন কোন ভাবে মনোনয়ন প্রত্যাহার করেন নাই । কিন্তু গত ১৯-১২-২০২১ইং রাত ১০.০০ঘটিকায়র সময় বিভিন্ন যোগায়োগ মাধ্যম ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার মাধ্যমে জানতে পারেন যে, কে বা কাহারা প্রার্থী আলাউদ্দিনের স্বাক্ষর জাল করে মনোনয়ন পত্র প্রত্যাহারের আবেদন করেছেন। প্রকৃত পক্ষে আমি তিনি তার বৈধ মনোনয়ন পত্র প্রত্যাহার করেন নাই এবং প্রার্থী আলাউদ্দিন নিজে রির্টানিং কর্মকর্তার অফিসে যান নাই । অথবা প্রার্থীর সমর্থনকারী ,প্রস্তাবকারীও অত্র বিষয়ে কোন প্রকার আবেদন করে নাই । নির্বাচনী আইন বিধি লঙ্গন করা হয় । এমতাবস্থায় তিনি প্রধান নির্বাচন কমিশনার সহ সকল নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অত্র বিষয় জোরালো ভাবে প্রতিকার চান ।
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।