ঝালকাঠির কোনাবালিয়া ইউপি নির্বাচনে বহিরাগতদের ভোটকেন্দ্রে দখলের আশঙ্কা স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী
মোঃ মাছুম বিল্লাহ ঝালকাঠি জেলা প্রতিনিধি
নির্বাচনের দিন বহিরাগত সন্ত্রাসীদের দ্বারা ভোট কেন্দ্র দখলের আশংকায় সংবাদ সম্মেলন করেছেন ঝালকাঠি পোনাবালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের আনারস প্রতিকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ওয়ারেস আলী খান। শুক্রবার বেলা ১১টায় ঝালকাঠি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ আশঙ্কা প্রকাশ করেন তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, আসন্ন পোনাবালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী ফারুক হোসেনের সমর্থনে ঝালকাঠি সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঝালকাঠি পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর হাফিজ আল মাহমুদের নেতৃত্বে বহিরাগত সন্ত্রাসীরা তাদের বৈধ অবৈধ আগ্নেয়াস্ত্র দ্বারা দাঙ্গা ও ত্রাস সৃষ্টি করে ভোট কেন্দ্র দখল করার ষড়যন্ত্র করছে। এতৎপরতা বন্ধ করার জন্য অবিলম্বে ঝালকাঠি জেলার সকল লাইসেন্সধারী আগ্নেয়াস্ত্র নির্বাচনের আগে পুলিশ প্রশাসনের কাছে জমা নেয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চালানে প্রয়োজন। এছাড়া নির্বাচনে সুষ্ঠ নির্বাচনের জন্য প্রতিকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন র্যাব ও একজন করে ম্যাজিষ্ট্রেট মোতায়েনেরও দাবি জানান এ চেয়ারম্যান প্রার্থী। সংবাদ সম্মেলনে ওয়ারেস আলী খান আরো উল্লেখ করেন, গত ২০২১ সালে অনুষ্ঠিত কৃর্ত্তীপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহনের দিন কাউন্সিলর হাফিজ আল মাহমুদসহ ক্ষমতাসীন দলের বহিরাগত অবৈধ আগ্নেয়অস্ত্রধারীগণ গুলিবর্ষন করিয়া, বোমা ফাটিয়ে ত্রাস ও দাঙ্গা করে ভোট ডাকাতি করে ছিলো। পোনাবালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনেও আমরা এমন আলামত দেখতে পাচ্ছি। তাই এ ব্যপারে প্রশাসনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য অভিযান পরিচালনা ও সকল বৈধ অস্ত্র থানায় জমা নেয়ার দাবি জানাচ্ছি। সংবাদ সম্মেলনে ওয়ারেস আলী খানের ছেলে ও তার প্রধান নির্বাচন পরিচালনাকারী অ্যাডভোকেট মাহাবুব আলম খান বলেন, রিটার্নী অফিসার উপজেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা প্রশাসনকে এসব বিষয়ে তারা লিখিত আবেদন করলেও তারা কার্যকর কোন ব্যবস্থা নেয়নি। যে কারনে তাদের বৈধ আবেদন কার্যকর করার লক্ষ্যে গত ১০ জুলাই হাইকোর্টে এক রীট পিটিশনে মহামান্য বিচারপতি ৩ দিনের মধ্যে উপরোক্ত বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহনের জন্য প্রধান নির্বাচন কমিশনারকে নির্দেশ দিয়েছেন। তিন দিন পেরিয়ে গেলেও এপর্যন্ত হাইকোর্টের আদেশ বাস্তবায়নের নির্বাচন কমিশন কোন উদ্দোগ নেয়নি। বরং নির্বাচনে প্রভাব বিস্তারের জন্য স্থানীয় সংসদ সদস্য সহ আ’লীগ নেতারা চেয়ারম্যান ব্যালট দেখিয়ে নেয়ার গোপন ষড়যন্ত্র করছে বলে তিনি অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ারেস আলী খানের ছেলে অ্যাডভোকেট মাহাবুব আলম খান ও আজাদ খান প্রমুখ। উল্লেখ্য আগামী ১৭ জুলাই ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। নৌকা প্রতিকে প্রতিদ্বন্ধীতা করছেন আওয়ামী লীগের ফারুক হোসেন এবং আনারস প্রতিকে স্বত্বন্ত্র প্রার্থী এ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ওয়ারেস আলী খান।
এ ধরনের আরো সংবাদ





