গাইবান্ধার সুন্দরগঞ্জে রংপুর বিভাগীয় কমিশনারের মত বিনিময়।
মোহন সরকারঃগাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও সরকারী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান। ২৪ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভার সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম। এতে বিভিন্ন বিষয়ে মতামত ব্যক্ত করেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম সরকার, পৌর মেয়র আব্দুর রশিদ রেজা সরকার ডাবলু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে সালমা, ইউপি চেয়ারম্যানদের মধ্যে আমিনুল ইসলাম, ইব্রাহিম খলিলুল্লাহ্, কনক কুমার গোস্বামী প্রমূখ।
সরকারী কর্মকর্তাদের মধ্যে সহকারি কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবুল ফাত্তাহ্, কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাশিদুল কবির, প্রাণি সম্পদ কর্মকর্তা ফজলুুুল করিম, থানা অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামানসহ বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তাগণ।
মতবিনিময় কালে বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান সংশ্লিষ্ট কর্মকর্তাগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, উপজেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে। মাদকের অপব্যবহার, পাচার, নারী ও শিশু নির্যাতন, যৌন হয়রাণি, বাল্য বিয়ে, যৌতুক নিরোধকল্পে বেশি বেশি করে সামাজিক সচেতনতা বৃদ্ধিকল্পে কার্যক্রম গ্রহণ করতে হবে। প্রয়োজনে নিয়মিত মোবাইল কোর্ট ও টাস্কফোর্স অভিযান পরিচালনা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এজন্য তিনি স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার কথা বলেন। তিনি আরো বলেন,এসব ক্ষেত্রে উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য স্থানীয় জন প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান।
এ ব্যাপরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম জানান,দাপ্তরিক কার্যক্রম পরিদর্শন শেষে শুধুমাত্র সরকারি কর্মকর্তা ও জন প্রতিনিধিগণের সঙ্গে সংক্ষিপ্ত আকারে মত বিনিময় করা হয়। তবে,কোন আলোচনা সভা হয়নি।
এ ধরনের আরো সংবাদ





