গাইবান্ধার সাদুল্লাপুরে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটে যোগদান ও কমিটি গঠন।
মোহন সরকার:গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা ৮নং ভাতগ্রাম ইউনিয়ন হিন্দু,বৌদ্ধ,খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ একযোগে পদত্যাগ করে সু-মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটে যোগদান,কমিটি গঠন ও ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়েছে।
২০ আগস্ট ২০২৩ রোজ রবিবার সন্ধ্যা ৭:৩০ মিনিটে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা ভাতগ্রাম ইউনিয়নের খোদ্দ রুহিয়া সার্বজনীন মন্দির প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভা শ্রীমদ্ভগবৎ গীতা ও হরিনাম কির্তনের মাধ্যমে শুরু হয়।শ্রী শ্যামল চন্দ্র সরকার সভাপতিত্বে ও শ্রী লিটন চন্দ্র সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সু মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক বাবু দীপক কুমার পাল।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের যুগ্মঃআহ্বায়ক মৃণাল কান্তি সরকার,জেলা সদস্য সচিব মিলন কান্তি সরকার,জেলা সদস্য ও পলাশবাড়ী উপজেলার আহ্বায়ক মোহন চন্দ্র সরকার,সাদুল্লাপুর উপজেলার আহ্বায়ক প্রভাষক দুলাল চন্দ্র সরকার,সদস্য তাপস কুমার সরকারসহ জেলা,উপজেলা স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভার শেষে শ্রী শ্যামল চন্দ্র সরকারকে সভাপতি ও লিটন চন্দ্র সরকারকে সাধারণ সম্পাদক,প্রদীপ চন্দ্র সরকারকে সহ-সভাপতি করে আংশিক কমিটি ঘোষণা করা হয় এবং আগামী ১৫ কার্য দিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ প্রদান করেন জেলা নেতৃবৃন্দ।নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে জেলা শাখার পক্ষ থেকে উত্তরীয় দিয়ে বরণ করে নেয়া হয়।এ সময় সকলে “জয় শ্রীরাম” স্লোগান দিয়ে অভিনন্দন জানান।শেষে উপস্থিত ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
উল্লেখ্যঃ ভাতগ্রাম ইউনিয়ন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সকল নেতৃবৃন্দ একযোগে পদত্যাগ করে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটে যোগদান করেন।তাদের পদত্যাগের কারণ অবশ্য জানা যায়নি।
এ ধরনের আরো সংবাদ





