মাঈন উদ্দিন সরকার রয়েলঃ নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে কেন্দুয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মঙ্গলবার সকালে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
কেন্দুয়া উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর কর্তৃক আয়োজিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসাইন ।
এ সময় কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা,সাধারণ সম্পাদক মহিউদ্দিন সরকার,সহ-সভাপতি কামরুল হাসান সবুজ,সাংগঠনিক সম্পাদক মাঈন উদ্দিন সরকার রয়েল,দপ্তর সম্পাদক লুৎফর রহমান হৃদয় ও কেন্দুয়া প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক রাখাল বিশ্বাস,অর্খ সম্পাদক রফিকুল ইসলাম এবং কেন্দুয়া রিপোটার্স ক্লাবের সহ-সভাপতি আবুল কাশেম আকন্দ,সদস্য শামস রিপন,সাংবাদিক মজিবুর রহমান কিবরী প্রমূখ উপস্থিত ছিলেন।