,


শিরোনাম:
«» ভুল তথ্যে সংবাদ প্রকাশ করায় এনবিআর সদস্য কায়কোবাদের প্রতিবাদ «» অনন্যা সাহা (স্বাতী) ৩২তম জন্মদিন। «» বৈষম্যবিরোধীদের ওপর অতর্কিত হামলা, আইসিইউতে ২ ছাত্রী «» হিন্দুদের সরকারি চাকরি থেকে বঞ্চিত করার অভিযোগ নিয়ে মুখ খুলল ইউনুসের সরকার, বলল… «» নতুন আঙ্গিকে আরো সু-পরিসরে ব্রাদার্স ফার্নিচার লি: এর শো-রুম এখন বরিশাল «» উদ্যোক্তা হাটের ২০২৪ এওয়ার্ড প্রদান «» উত্তরা ব্যাংকের এমডি রবিউল ইসলামের অপসারণ ও পদত্যাগের দাবিতে মানববন্ধন। «» ধর্মনিরপেক্ষতা খারিজের পক্ষে ইউনূস সরকার «» ভন্ডপীর সাঈদ আনোয়ার মোবারকী বাবুর বিরুদ্ধে মানববন্দন ও প্রতিবাদ সমাবেশ। «» গাইবান্ধায় ভুয়া প্রেসক্লাব খুলে কথিত সাংবাদিকরা হেনাস্তা করছে সরকারি কর্মকর্তা কর্মচারী ও ব্যবসায়ীদের

কে,এল ভিআইপি মর্ডান ড্যান্স গ্রুপের উদ্যোগে মালয়েশিয়া ও সিঙ্গাপুরের নৃত্য শিল্পীদের নিয়ে সংস্কৃতিক সন্ধ্যা আয়োজন।

কে,এল ভিআইপি মর্ডান ড্যান্স গ্রুপের উদ্যোগে মালয়েশিয়া ও সিঙ্গাপুরের নৃত্য শিল্পীদের নিয়ে সংস্কৃতিক সন্ধ্যা আয়োজন।

 বিনোদন প্রতিনিধিঃ

এস,কে শাওন কাব্য বাংলাদেশ নারায়ণগঞ্জের ছেলে।১৬ বছর যাবৎ মিডিয়াতে কাজ করে আসছেন ।বাংলাদেশ থাকাকালীন তিনি বাংলাদেশের সব সুনামধন্য  ড্যান্স কোম্পানিতে কাজ করেছেন। পরে দুই বছর সালসার উপর ড্যান্স কোর্স করে সার্টিফিকেট অর্জন করেন।এখন তিনি বর্তমানে বাংলাদেশ ছাপিয়ে মালয়েশিয়া ও সিংগাপুরেও ড্যান্স নিয়ে কাজ করছেন।

বাংলাদেশের নৃত্য শিল্পীরা বিস্তার স্থাপন করেই চলেছে প্রতিনিয়ত। গত ২০ আগষ্ট কে,এল ভিআইপি মর্ডান ড্যান্স গ্রুপের উদ্যোগে সিঙ্গাপুর মেরিনা বে,তে মালয়েশিয়া ও সিঙ্গাপুরের নৃত্য শিল্পীদের নিয়ে এক সংস্কৃতিক সন্ধ্যা আয়োজন করা হয়। সেখানে এস কে শাওন কাব্যর আমন্ত্রণে আসেন মালয়েশিয়া ও সিঙ্গাপুরের প্রবাসী নৃত্যশিল্পীরা।

ইসপাছি গ্রুপ এর সভাপতি বাবোর তালুকদার উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কে,এল ভিআইপি মর্ডান ড্যান্স কোম্পানির ডিরেক্টর এস কে শাওন কাব্য।
আরও উপস্থিত ছিলেন সিঙ্গার নিপা,নুর ই জান্নাত, নৃত্য শিল্পী নয়ন,নিজাম,চিরঞ্জিত ,নিলয়,মুরাদ, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনস সহ দেশের সুনামধন্য প্রবাসী নৃত্য শিল্পীরা।
অনুষ্ঠানে কে,এল ভিআইপি মর্ডান ড্যান্স গ্রুপের চেয়ারম্যান এস কে শাওন কাব্য বলেন,এই ভাবে যদি আমাদের সু্যোগ করে দেয়া হয় তা হলে আমরা প্রবাসীরা আমাদের যোগ্যতা দেখিয়ে আমাদের স্বপ্ন পুরোন ও দেশের পতাকা কে পৃথিবীর বুকে তুলে দরতে পারবো।
তিনি আরও বলেন “আমরা প্রবাসীরা দেশকে শুধু অর্থ নয় সব কিছুতেই সম্মান এর সাথে পৃথিবীর বুকে বাংলাদেশকে ফুটিয়ে তুলতে চায় ।সে জন্য বাংলাদেশের সরকারকে নৃত্য শিল্পীদের প্রতি দৃষ্টি ও আকর্ষণ আহ্বান জানাচ্ছি।

Share Button
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।
ঘোষনাঃ