,


শিরোনাম:
«» ভুল তথ্যে সংবাদ প্রকাশ করায় এনবিআর সদস্য কায়কোবাদের প্রতিবাদ «» অনন্যা সাহা (স্বাতী) ৩২তম জন্মদিন। «» বৈষম্যবিরোধীদের ওপর অতর্কিত হামলা, আইসিইউতে ২ ছাত্রী «» হিন্দুদের সরকারি চাকরি থেকে বঞ্চিত করার অভিযোগ নিয়ে মুখ খুলল ইউনুসের সরকার, বলল… «» নতুন আঙ্গিকে আরো সু-পরিসরে ব্রাদার্স ফার্নিচার লি: এর শো-রুম এখন বরিশাল «» উদ্যোক্তা হাটের ২০২৪ এওয়ার্ড প্রদান «» উত্তরা ব্যাংকের এমডি রবিউল ইসলামের অপসারণ ও পদত্যাগের দাবিতে মানববন্ধন। «» ধর্মনিরপেক্ষতা খারিজের পক্ষে ইউনূস সরকার «» ভন্ডপীর সাঈদ আনোয়ার মোবারকী বাবুর বিরুদ্ধে মানববন্দন ও প্রতিবাদ সমাবেশ। «» গাইবান্ধায় ভুয়া প্রেসক্লাব খুলে কথিত সাংবাদিকরা হেনাস্তা করছে সরকারি কর্মকর্তা কর্মচারী ও ব্যবসায়ীদের

গাইবান্ধার পলাশবাড়ীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ জন গ্রেফতার ৪জন।

গাইবান্ধার পলাশবাড়ীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ জন: গ্রেফতার ৪জন:
মোহন সরকার:গাইবান্ধা জেলা প্রতিনিধি : 
গাইবান্ধার পলাশপাড়ী পৌর এলাকার মহেশপুর ব্রাক মোড় কাঁচাবাজারে জমি নিয়ে সংঘর্ষে ১ জন নিহত ও ৪ জন আহত হয়েছে এবং পুলিশ এ ঘটনায় ইতিমধ্যে ৪ জনকে গ্রেপ্তার করেছে। ২৪ আগস্ট ২০২৩ ইং বৃহস্পতিবার সকাল আনুমানিক ৮:০০ নাগাদ পলাশবাড়ী পৌর এলাকার ব্রাক মোড় কাঁচাবাজারে ঘটে এই সংঘর্ষের ঘটনাটি।
প্রত্যাক্ষদর্শী সুত্রে জানা যায় যে,কাঁচাবাজার সংলগ্ন মহাসড়কের পূর্ব পার্শে আনুমানিক প্রায় ১ শতাংশ জমি নিয়ে মহেশপুর ফকির পাড়ার মৃত সৈয়দ আলীর ছেলে পলাশবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল মান্নান সরকারের( ৫০) সঙ্গে একই গ্রামের পাগলা পাড়ার আনোয়ার হোসেন মুন্সির দ্বন্দ্ব চলে আসছিল।ইতিপূর্বে দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে মামলা দায়ের করায় গত কয়েকদিন আগে পলাশবাড়ী থানা পুলিশ দুই পক্ষকেই মামলা নিস্পত্তি না হওয়া পর্যন্ত বিবাদপূর্ণ জমিতে অবকাঠামো নির্মাণ ও সকল প্রকার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ প্রদান করে।
আজ সকাল আনুমানিক ৮:০০ নাগাদ আব্দুল মান্নান সরকার উক্ত জমিতে নির্মাণ কাজ শুরু করলে প্রতিপক্ষ আনোয়ার মুন্সির ছেলে মোতালেব সরকার এতে বাঁধা দিলে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
রক্তক্ষয়ী এই সংঘর্ষে মোতালেব সরকার মোতাই(৫০) মোবায়দুল ইসলাম(৩৮) আরিফ সরকার(৩৫) ও আব্দুল মান্নান সরকার(৫৫) আহত হয়।তাদের মধ্যে মোতালেব সরকারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় স্থানীয়দের সহযোগিতায় আহতদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোতালেব সরকারকে মৃত বলে ঘোষণা করে।পুলিশ ঘটনাস্থল পরিদর্শন এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আব্দুল মান্নান সরকার তার স্ত্রী রাশেদা বেগম ও তাদের ছেলা রিয়াদ সরকার এবং একরামুল হোসেনকে গ্রেপ্তার করেছে।
এ বিষয়ে জানতে চাইলে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরজু মোহাম্মদ সাজ্জাদ বলেন,আমরা সংবাদ পাওয়া মাত্র ঘটনাস্থল পরিদর্শন করি ও মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধায় পাঠিয়ে দিয়েছি এবং ইতিমধ্যেই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে এমন ৪ জনকে গ্রেফতার করেছি।অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রতিবেদন লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে নিহতের পরিবার আমাদের প্রতিনিধিকে জানিয়েছে। এ ঘটনার পর থেকে মহেশপুর এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে ।
Share Button
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।
ঘোষনাঃ