অভি পাল,চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
গত রোববার (১৬ জানুয়ারি ) সদ্য বিদায়ী ওসি জাকের হোসাইন মাহমুদের বিদায় ও নবগত ওসি মুহাম্মদ আতিকুল ইসলামকে বরণ অনুষ্ঠান লোহাগাড়া থানা চত্বরে সম্পন্ন হয়েছে।
এই উপলক্ষ্যে লোহাগাড়া থানার নবাগত ওসি মুহাম্মদ আতিকুল ইসলামের সভাপতিত্বে ও লোহাগাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান।
বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আহসান হাবীব জিতু, সাতকানিয়া থানার ওসি মোহাম্মদ আবদুল জলিল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম ইব্রাহীম কবির,লোহাগাড়া উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি মোহাম্মদ ওমর ফারুক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আখতার আহমদ সিকদার, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় ওসি জাকের হোসাইন মাহমুদ
তার বক্তব্যে বলেন, ‘আমার যাবতীয় যত প্রশংসা সবকিছুই সহযোদ্ধা-সহকর্মী পুলিশ সদস্যদের জন্য। সকলেই আমাকে এমনভাবে সহায়তা করেছেন, এমনভাবে দায়িত্বগুলো পালন করেছেন যার ফলশ্রুতিতেই আমি আজ সম্মানিত বোধ করছি।
তিনি আরো বলেন পেশাদারিত্ব দায়িত্ব পালন করতে গিয়ে যদি কোন ভুল অথবা কারো কোন ক্ষতি হয়ে থাকলে তা ক্ষমার দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করেন।
জানা যায়,মাদক উদ্দার,গুরুত্বপূর্ন মামলার রহস্য উদঘাটন,পেশাদার অপরাধী ও সাজাপ্রাপ্ত আসাসী গ্রেপ্তার এবং আইন শৃঙ্খলা রক্খায় বিশেষ অবদান রাখায় জাকের হোসাইন মাহমুদকে চট্টগ্রাম রেঞ্জের দ্বিতীয় এবং চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা দেয়া হয় ।
অনুষ্ঠানে সদ্য বিদায়ী ওসি জাকের হোসাইন মাহমুদ ও নবাগত ওসি মুহাম্মত আতিকুল ইসলামকে সাতকানিয়া সার্কেলের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।