গাইবান্ধার গোবিন্দগঞ্জে গ্যাস সিলিন্ডারে পাচার কালে ৩৯৪ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২
মোহন সরকার:গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে গ্যাস সিলিন্ডারের ভিতরে বিশেষ কায়দায় রাখা ৩৯৪ বোতল ফেনসিডিল জব্দ করেছে র্যাব। একই সঙ্গে একটি প্রাইভেটকার ও মোটরসাইকেল জব্দসহ রুবেল হোসেন (২৮) ও ইউসুফ মন্ডল লেবু (২৬) নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার (১২ মার্চ) বিকেলে র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃত রুবেল হোসেন লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার মধ্য গড্ডিমারি গ্রামের শাহ জালাল মিয়ার ছেলে ও ইউসুফ মন্ডল লেবু গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার নুনিয়াগাড়ি গ্রামের আব্দুস সামাদ মন্ডলের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (১২ মার্চ) ভোরবেলার দিকে গোপন সংবাদে ক্যাম্পের একটি অভিযানিক দল গোবিন্দগঞ্জের হিরকমোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় একটি প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে ৩৯৪ বোতল ফেনসিডিল জব্দ করাসহ ওই কারবারিদের গ্রেফতার করা হয়।
এ বিষয়ে র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এই ঘটনার সাথে জড়িত অন্যান্যদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে।
এ ধরনের আরো সংবাদ
Siliguri to Summit: The Remarkable Journey of IFS Harsh Vardhan Shringla
গাইবান্ধার গোবিন্দগঞ্জে খেলার সময় শিশুর হাতে শিশু খুন।
ঝালকাঠি রাজাপুর ও কাঠালিয়ার নেতা কর্মীদের সাথে এমপি বি এইচ হারুনের মতবিনিময়।
লোহাগড়ায় ছাগল চুরি, মাংস উদ্ধার।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে হিন্দু পরিবারে প্রকাশ্যে অস্ত্র নিয়ে হামলা ও হত্যাচেষ্টায় ব্যর্থ হয়ে হুমকি
ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জমজ সন্তান ডেলিভারি।


