ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জমজ সন্তান ডেলিভারি।
মোঃ মাছুম বিল্লাহ ঝালকাঠি জেলা প্রতিনিধি
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রাজাপুর -এ আজ ১৬ আগস্ট একজোড়া জমজ বাচ্চার নরমাল ডেলিভারি সম্পন্ন হলো যা ছিলো অত্যন্ত দুরূহ একটা কাজ।এই দুরূহ কাজটা করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রাজাপুুর সিনিয়র স্টাফ নার্সবৃন্দ অত্যন্ত দক্ষতার সাথে।রোগী নিজেই জানতেন না তার পেটে জমজ বাচ্চা, তারা বাড়িতে বসে ডেলিভারির চেষ্টা করলে দেখে একটা বাচ্চার হাত বেরিয়ে আছে, তখন তারা রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান এবং জরুরি বিভাগে বসেই একটা ফুটফুটে কন্যা সন্তানের সফল ডেলিভারি সম্পন্ন হয়,এরমধ্যে অভিজ্ঞ নার্সগন দেখতে পান তার পেট শক্ত এবং পরীক্ষা করে বুঝতে পারেন আরো একটা বাচ্চা ভেতরে আছে,,শুরু হয় প্রতিক্ষা এবং চেষ্টা,অবশেষে প্রায় ঘন্টাখানেক পরে বাকি বাচ্চাটাও সুস্থভাবে বের করতে সক্ষম হন।সার্বক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃমোঃরেজওয়ানুর আলম রায়হান খবর নেন এবং ডেলিভারি টিমকে তাদের দক্ষতার জন্য উৎসাহিত করেন এবং সকলকে ধন্যবাদ জানান।অযথা বাড়িতে বসে ডেলিভারির চেষ্টা না করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ এসে ডেলিভারি করানোর জন্য এখানকার uhfpo মহোদয় রাজাপুরবাসিকে অনুরোধ করেন।
এ ধরনের আরো সংবাদ





