রাজশাহী থেকে এম এ সৈয়দ তন্ময় : চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর এলাকা থেকে ৫০ গ্রাম হেরোইনসহ রবিউল শেখ (২৫) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তি ভারতের বীরভুম জেলার মুবারই উপজেলার রাজকেরাম গ্রামের উকিল শেখের ছেলে। শিবগঞ্জ থানার এসআই শহীদুল ইসলাম জানান, হেরোইন ক্রয়-বিক্রয় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর ১২টার দিকে সোনামসজিদ স্থলবন্দরে অভিযান চালিয়ে ৫০ গ্রাম হেরোইনসহ রবিউল শেখকে আটক করা হয়। এব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
শিবগঞ্জে হেরোইনসহ ভারতীয় নাগরিক আটক
দৈনিক স্বদেশ বাংলা
জুলাই, ১৯, ২০১৭, ১১:৪৫ পূর্বাহ্ণ
আইন-আদালত |
332 Views

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।