এম এ সৈয়দ তন্ময়: বাংলাদেশ ছাত্রলীগের পাবনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সুজানগর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি জুয়েল রানা মঙ্গলবার (১৮ জুলাই) ষড়যন্ত্রমূলক মামলায় আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছেন।
একটি সূত্র জানায় বিগত সুজানগর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে দলীয় কোন্দলে জুয়েল রানার বিরুদ্ধে একাধিক ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করা হয়।
এ ব্যাপারে জুয়েল রানার বড় ভাই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন তোফা জানান, পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে আমার ছোট ভাইকে হেয় প্রতিপন্ন করার জন্য তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে।
তার মেজ ভাই উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক আজিজুল হক বাবু বলেন আমাদেরকে রাজনৈতিক ভাবে ঘায়েল করার জন্য বিএনপি জামাত ও নিজ দলীয় কোন্দলে জুয়েল রানার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।
উদিয়মান ছাত্রনেতা জুয়েল রানা প্রায় সব মামলাতে জামিনে রয়েছেন। কিন্তু তিনটি মামলা তার জমিন নামঞ্জুর করা হয়েছে।
এ ঘটনায় একাধিক মানববন্ধন, বিক্ষোভ মিছিলসহ সোস্যাল মিডিয়ায় নানান অসঙ্গতি তুলে ধরে একাধিক পোস্টে জুয়েল রানার মুক্তির দাবী ও নিন্দা জ্ঞাপন করা হয়েছে।
পাবনায় ছাত্রলীগনেতা জুয়েল রানার জামিন আবেদন নামঞ্জুর

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।