এম এ সৈয়দ তন্ময় রাজশাহী বিভাগীয় চীফ : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জঙ্গী ও সন্ত্রাসবাদ রুখতে এবং সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা- ও আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেছে জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান। রোববার সকালে এ প্রচারণার অংশ হিসেবে উপজেলার রহনপুর পুরাতন বাজারে সকালে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আনিসুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের মহিলা সদস্য হালিমা বেগম, পার্বতীপুর ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন সহ অন্যরা। পরে পুরাতন বাজারের গণতন্ত্র ও উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে মুক্তিযুদ্ধের চেতনায় ক্ষুধা, দারিদ্র, সন্ত্রাস, দুর্নীতি ও জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ গড়তে আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান সংবলিত লিফলেট বিতরণ করা হয়।
গোমস্তাপুরে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডের লিফলেট বিতরণ
দৈনিক স্বদেশ বাংলা
জুলাই, ১৭, ২০১৭, ১১:০৩ পূর্বাহ্ণ
জাতীয় |
370 Views

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।