রাজশাহী বিভাগীয় চীফ : চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় তৃতীয় নগর পরিচালনা ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্প-৩ এর আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উন্নয়ন কাজের কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে পৌর এলাকার ২নং ওয়ার্ডের পুরাতন জেলাখানা মোড়ের হোটেল মহানন্দা এলাকায় চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র (ভারপ্রাপ্ত) সাইদুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি থেকে প্রায় ২ কোটি ২১ লাখ ৭২ হাজার ৫৬১ টাকা ব্যয়ে রাস্তা কাজের কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ সদর ৩ আসনের সংসদ সদস্য আবদুল ওদুদ।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্যানেল মেয়র-৩ মোসলেমা বেগম মুসি, ২নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান আরমান, সমাজসেবক বাবুল কুমার ঘোষ, সাবেক কাউন্সিলর শাহনেওয়াজ খান সিনা, নির্বাহী প্রকৌশলী মোঃ সাদেকুল ইসলাম প্রমুখ।
অপরদিকে, একই প্রকল্পের আওতায় ৪নং ওয়ার্ডের দ্বারিয়াপুরে ১ কোটি ২৯ হাজার ব্যয়ে ড্রেন ও রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য আ্ব্দুল ওদুদ। এসময় উপস্থিত ছিলেন, ৪নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মটন মিয়া।
চাঁপাইনবাবগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার উন্নয়ন কাজের উদ্বোধন

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।