জাতীয় শহীদ মিনারের সামনে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে সরকারী দলের নির্বাচনী ইসতেহারে প্রদত্ত প্রতিশ্রুতি বাস্তনায়নের দাবীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল। আজ শনিবার জাতীয় শহীদ মিনারের চত্বরে সংখ্যালগু সম্প্রায়ের সকল সংগঠন একত্রে সমাবেশে অংশগ্রহণ করে নিজেদের বিভিন্ন অধিকারের কথা তুলে ধরেন। অংশ গ্রহনকারী সংগঠনের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, সনাতন সংগঠন, বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদ, অনুভব বাংলাদেশ ,বাংলাদেশ যুব ঐক্য পরিষদ, বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন, বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ, বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদ ও বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ ।
২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে সরকারী দলের নির্বাচনী ইসতেহারে প্রদত্ত প্রতিশ্রুতি বাস্তনায়নের দাবীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল।
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।