এম এ সাইদ (তন্ময়) রাজশাহী বিভাগীয় চীফ : বগুড়া জেলার শেরপুরে যাত্রীবাহী বাস ও চাল বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) সিনিয়র হকি কোচ ও জাতীয় হকি দলের সহকারী কোচ আলমগীর আলম (৪৩) আহত হয়েছেন। উপজেলার নয় মাইল নামক স্থানে রবিবার সকাল সাড়ে ৮টার দিকে এ দূর্ঘটনা ঘটে। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি নওগাঁ জেলার দয়ালের মোড় রওশন ভিলা বাসায় অবস্থান করছেন। দূর্ঘটনায় তার নাকের হাড় ভেঙে গেছে। এ ছাড়া কপাল কেটে গেছে এবং ডান পায়ে আঘাত লেগেছে।
এ ছাড়া তিনি বাংলাদেশ হকি ফেডারেশনের কার্যনিবার্হী কমিটির সদস্য পদে রয়েছেন।
আলমগীর আলম বলেন, শুক্রবার ছিল ছুটির দিন। সাথে অতিরিক্ত ১ দিনের (শনিবার) ছুটি নিয়ে নওগাঁ শহরের দয়ালের মোড়ে নিজ বাড়ি ‘রওশন ভিলা’ আসেন। বাড়ি থেকে রবিবার কর্মস্থলে যোগদানের জন্য সকাল ৬টায় নওগাঁ শহরের ঢাকা বাসষ্ট্যান্ড থেকে ‘এসআর ট্রাভেলস’ বাসে ঢাকার উদ্দ্যেশে রওনা দেন। বাসে ২নং সিটে অবস্থান করছিলেন। পথিমধ্যে বগুড়া জেলার শেরপুর উপজেলার নয় মাইল নামক স্থানে পৌছলে যাত্রীবাহী বাস ও বিপরীত দিক থেকে আসা চাল বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি রাস্তার নিচে ডোবার মধ্যে পরে যায়।
ঘটনাটি জানতে পেরে বগুড়ার ফায়ার সার্ভিসের একটি উদ্ধার দল আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে এক্সেসহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয়। প্রায় পাঁচ ঘন্টা চিকিৎসা শেষে সেখান থেকে নওগাঁ শহরের এসে ‘শাহ ক্লিনিক’ ভর্তি হন। এরপর সেখান থেকে বিকেল ৪টার দিকে শহরের বাসা ‘রওশন ভিলা’ এ অবস্থান করছেন। বর্তমানে তাকে ১৪ দিনের বেড রেষ্টে থাকতে হবে বলে জানিয়েছেন চিকিৎসক।
তিনি বলেন, আসন্ন এশিয়া কাপ উপলক্ষে জাতীয় হকি দলে ক্যাম্প চলছিল। এ জন্য গত দেড় মাস থেকে জাতীয় হকি দলে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। আর কর্মস্তলে যোগাদানের জন্য ঢাকা যাচ্ছিলেন।
তিনি আরো বলেন, আল্লাহ নিজ হাতে আমাকে বাঁচিয়েছেন। এটি আমার দ্বিতীয় জীবন। আল্লাহর কাছে বহুত শুকরিয়া এজন্য যে আমার সামনে ও পেছনের সিটে যারা ছিল তারা গুরত্বর আহত হয়েছেন। অথচ আল্লাহ আমাকে সামান্য আঘাত দিয়েছেন। আমার জীবনে বড় দূর্ঘটনাও ঘটতে পারত। সেখান থেকে বেঁচে গেছি।
জাতীয় হকি দলের সহকারী কোচ সড়ক দূর্ঘটনায় আহত

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।