কেন্দুয়া নিজস্ব প্রতিনিধি: জেলা যুবলীগের আহবায়ক মাসুদ খান জনি ও যুগ্ম আহবায়ক জামিউল ইসলাম খান জামি পরিষদকে স্বাগত জানিয়ে মিছিল করেছে কেন্দুয়া উপজেলা যুবলীগ। শনিবার বিকালে শহীদ মিনার প্রাঙ্গন থেকে স্বাগত মিছিলটি শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন রাস্তা ঘুরে সেখানে গিয়েই শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন উপজেলা যুবলীগের আহবায়ক মোস্তাফিজউর রহমান বিপুল। মিছিল শেষে শহীদ মিনার প্রাঙ্গনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কেন্দুয়া পৌর আওয়ামীলীগের সভাপতি কামরুল হাসান ভুঁইয়া, সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম জুয়েল, কেন্দুয়া উপজেলা যুবলীগের আহবায়ক মোস্তাফিজউর রহমান বিপুল, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম ভুঁইয়া, গন্ডা ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহাঙ্গীর ভুঁইয়া জুয়েল প্রমুখ। স্বাগত মিছিলে উপজেলা যুবলীগ নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন ইউনিয়ন যুবলীগের সভাপতি সম্পাদক ও পৌর যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ, গত এপ্রিলে জেলা যুবলীগের কার্যক্রম স্থগিত করা হয়েছিল। ১৮ জুলাই স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ায় জনি জামি পরিষদকে স্বগত জানিয়ে কেন্দুয়া উপজেলা যুবলীগ এ স্বাগত মিছিলের উদ্যোগ নেয়।
যুবলীগের জনি জামি পরিষদকে স্বাগত জানিয়ে কেন্দুয়া যুবলীগের মিছিল
দৈনিক স্বদেশ বাংলা
জুলাই, ২৪, ২০১৭, ৫:৩৪ পূর্বাহ্ণ
রাজনীতি |
425 Views

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।