অভি পাল,মহানগর প্রতিনিধি,চট্টগ্রাম
মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে পুষ্পাঞ্জলি অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বোয়ালখালী ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ।
সোমবার সকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন বোয়ালখালী ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের উপদেষ্টা প্রকৌশলী মো. সেলিম, ভারপ্রাপ্ত সভাপতি মো. আবু সুফিয়ান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. পারভেজ চৌধুরী, সদস্য বাবর মুনাফ, ইমরান নেওয়াজ, খোরশেদ আলম চৌধুরী, এমডি কায়সার উদ্দিন, আব্দুল করিম মুন্না প্রমুখ।
মাতৃভাষা দিবসে বোয়ালখালী ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের শ্রদ্ধাঞ্জলি
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।