অভি পাল,মহানগর প্রতিনিধি,চট্টগ্রাম
একাত্তরের মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান আবীর আহাদ ভাষা আন্দোলনের মহান শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন। আজ এক বিবৃতিতে তিনি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলা ভাষাভাষীসহ বিশ্বের সব ভাষা ও সংস্কৃতির মানুষকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশের সর্বক্ষেত্রে বাংলা ভাষা চর্চা, বিশেষ করে অফিস-আদালতে বাংলা প্রচলনের আহ্বান জানিয়েছেন। বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠিত হওয়ার মধ্যেই কেবল ভাষা শহীদদের আত্মদান সার্থকতা লাভ করতে পারে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
মহান শহীদ দিবস তথা ঐতিহাসিক ২১ ফেব্রুয়ারি উপলক্ষে উপরোক্ত মন্তব্য করে আবীর আহাদ বলেন, মহান ২১ ফেব্রুয়ারি বাঙালি জীবনে শোক, শক্তি, মহিমা ও গৌরবের প্রতীক। ১৯৫২ সালের এ দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষা করতে প্রাণ দিয়েছিলেন বরকত রফিক, শফিক, সালাম ও জব্বারসহ আরও অনেক নাম-না-জানা মহৎ প্রাণ। আজকের এ বেদনা বিধুর দিনে আমি ভাষা শহীদদের অম্লান স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। শ্রদ্ধা জানাই বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার লড়াইয়ে নেতৃত্বদানকারী সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও অন্যান্য সব ভাষা-সৈনিকের প্রতি।
বিবৃতিতে আবীর আহাদ বলেন, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাহান্নর একুশে ফেব্রুয়ারির রক্তিম প্রেরণাময় পথ বেয়ে নানান আন্দোলন ও সংগ্রামের ধারাবাহিকতায় ১৯৭১ সালে এক রক্তাক্ত মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয়েছিল স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। আসুন, আজ থেকে আমরা সব ভেদাভেদ ও রাজনৈতিক সংকীর্ণতা পরিহার করে ভাষা শহীদদের দেখিয়ে দেয়া পথ ধরে ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনায় বাংলাদেশকে গড়ে তোলার শপথ গ্রহণ করি।
* আবীর আহাদ
চেয়ারম্যান, একাত্তরের মুক্তিযোদ্ধা সংসদ