,


শিরোনাম:
«» ভুল তথ্যে সংবাদ প্রকাশ করায় এনবিআর সদস্য কায়কোবাদের প্রতিবাদ «» অনন্যা সাহা (স্বাতী) ৩২তম জন্মদিন। «» বৈষম্যবিরোধীদের ওপর অতর্কিত হামলা, আইসিইউতে ২ ছাত্রী «» হিন্দুদের সরকারি চাকরি থেকে বঞ্চিত করার অভিযোগ নিয়ে মুখ খুলল ইউনুসের সরকার, বলল… «» নতুন আঙ্গিকে আরো সু-পরিসরে ব্রাদার্স ফার্নিচার লি: এর শো-রুম এখন বরিশাল «» উদ্যোক্তা হাটের ২০২৪ এওয়ার্ড প্রদান «» উত্তরা ব্যাংকের এমডি রবিউল ইসলামের অপসারণ ও পদত্যাগের দাবিতে মানববন্ধন। «» ধর্মনিরপেক্ষতা খারিজের পক্ষে ইউনূস সরকার «» ভন্ডপীর সাঈদ আনোয়ার মোবারকী বাবুর বিরুদ্ধে মানববন্দন ও প্রতিবাদ সমাবেশ। «» গাইবান্ধায় ভুয়া প্রেসক্লাব খুলে কথিত সাংবাদিকরা হেনাস্তা করছে সরকারি কর্মকর্তা কর্মচারী ও ব্যবসায়ীদের

ভোটের আগেই ফল স্পষ্ট, ভোটাররা নিরুৎসাহিত

ভোটের আগেই ফল স্পষ্ট, ভোটাররা নিরুৎসাহিত

স্বদেশ বাংলা ডেস্কঃ

 

                ভারতের নির্বাচন নিয়ে সেমিনার

“ভারতের নির্বাচন নিয়ে গতকাল ঢাকায় আয়োজিত এক সেমিনারে দুই দেশের বিশেষজ্ঞরা বলেন, বিজেপি এবার আরও বেশি আসনে জয় পাবে”

বাংলাদেশ ও মালদ্বীপে যখন বাংলা ‘ইন্ডিয়া আউট’ আন্দোলন চলে, তা নিয়ে ভারতের জনগণের মাঝে অনেক প্রশ্ন তৈরি হয়। তাঁরা জানতে চান, প্রতিবেশী দেশগুলোতে কী হচ্ছে  – সঞ্জয় ভরদ্বাজ, অধ্যাপক, নেহরু বিশ্ববিদ্যালয়, দিল্লি জওহরলাল।

 

ভারতের লোকসভা নির্বাচন শুরু না হতেই ক্ষমতাসীন বিজেপির বেশি আসনে জয়লাভের বিষয়টি মোটামুটি স্পষ্ট হয়ে গেছে। ফলে ভোট নিয়ে ভোটারদের উৎসাহে ভাটা পড়েছে। সাত পর্বের লোকসভা নির্বাচনের প্রথম ধাপের (১৯ এপ্রিল) ভোট গ্রহণের পরিসংখ্যানে ভোটারদের আগ্রহের চিত্র উঠে এসেছে। লোকসভা নির্বাচন নিয়ে গতকাল রোববার ঢাকায় আয়োজিত এক সেমিনারে বিশেষজ্ঞরা এমন মন্তব্য করেন। তাঁদের মতে, নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় আসতে যাচ্ছে। বৈশ্বিক শক্তি হিসেবে ভারতের অবস্থান নিশ্চিত করার লক্ষ্যে বিজেপি পররাষ্ট্রনীতির বিষয়টি এবার নির্বাচনী ইশতেহারে পরিষ্কারভাবে তুলে ধরেছে। তারা বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারেও জোর দিচ্ছে ভারত। বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্স (এসআইপিজি) ‘ভারতের সাধারণ নির্বাচন ২০২৪: ভোটের ধরন ও কূটনীতির পথ’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে। এসআইপিজির পরিচালক অধ্যাপক শেখ তৌফিক এম হকের সঞ্চালনায় সেমিনারে সভাপতিত্ব করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুর রব খান। প্রায় দুই ঘণ্টার সেমিনারে ভারতের দুজন বিশেষজ্ঞ ও বাংলাদেশের দুজন বিশেষজ্ঞ প্যানেল আলোচক ছিলেন।

 

পরে প্রশ্নোত্তর ও মুক্ত আলোচনা পর্ব ছিল। দিল্লিভিত্তিক সামাজিক ও মানবিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর দ্য স্টাডি অব ডেভেলপিং সোসাইটিজের (সিএসডিএস) লোকনীতির সহপরিচালক অধ্যাপক সঞ্জয় কুমার বিজেপির উত্থান ও চলমান লোকসভা নির্বাচন নিয়ে তাঁর বিশ্লেষণ তুলে ধরেন। তিনি বলেন, ভারতের জনগণের বড় অংশের কাছেই নির্বাচনের ফল এরই মধ্যে জানা হয়ে গেছে। বিজেপি এবারের লোকসভা নির্বাচনে আরও বেশি আসনে জয় পাবে। এবারের নির্বাচনে বিরোধীদের সঙ্গে বিজেপির ব্যবধান ২০১৪ ও ২০১৯ সালের নির্বাচনের চেয়ে বেশি হবে। আর ভারতের উত্তর ও মধ্যাঞ্চলে বিজেপির প্রভাব কমবে না; বরং বাড়বে। এবারের নির্বাচনে বিজেপির ভালো করার পেছনে অন্য অনেক কারণের পাশাপাশি শরিকদের কলেবর বাড়ানোকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন সঞ্জয় ক্রেমার। তাঁর মতে, গত কয়েক মাসে বিহার, উত্তর প্রদেশ, মহারাষ্ট্র ও অন্ধ্র প্রদেশে জোটের শরিক বাড়িয়ে নয়েছে বিজেপি। এটা করতে না পারলে বিজেপি হয়তো বেকায়দায় পড়ত। দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়ান স্টাডিজের অধ্যাপক সঞ্জয় ভরদ্বাজ বলেন, নতীতে ভারতের পররাষ্ট্রনীতির আলোচনা সমাজের উঁচু স্তর আর গবেষকদের মাঝে সীমিত থাকত। এই প্রবণতা গত এক দশকে পাল্টে গেছে।

তাই বাংলাদেশ ও মালদ্বীপে যখন ‘ইন্ডিয়া আউট’ আন্দোলন চলে, তা নিয়ে ভারতের সাধারণ জনগণের মাঝে অনেক প্রশ্ন তৈরি হয়। তাঁরা জানতে চান প্রতিবেশী দেশগুলোতে কী হচ্ছে। সঞ্জয় ভরদ্বাজের মতে, ২০১৪ সালের নির্বাচনে মোদি ক্ষমতায় আসার পর থেকে বিজেপি প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কোন্নয়নে মনোযোগ দিচ্ছে। প্রতিবেশীকে নিয়ে এগিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে। ভারতের কাছে বাংলাদেশের গুরুত্বের ব্যাখ্যা দিতে গিয়ে সঞ্জয় ভরদ্বাজ বলেন, ভারতের পূর্বাঞ্চলের জন্য বাংলাদেশ গুরুত্বপূর্ণ। বিশেষ করে উত্তর-পূর্ব ভারতের প্রেক্ষাপটে। তাই বাংলাদেশের কাছে ভারত যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়ে ভারতের কাছে বাংলাদেশ বেশি গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, লোকসভার প্রথম ধাপের ভোট গ্রহণের পর ভোটারের উপস্থিতি আর বিজেপির পক্ষে যতটা সমর্থন আশা করা হয়েছিল, বাস্তবতা ততটা ইতিবাচক নয়।

 

বিরোধীদলগুলো নির্বাচন কমিশনসহ গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে রাজনীতিকরণের অভিযোগ এনেছে। রাষ্ট্রযন্ত্র বিরোধীদের বিরুদ্ধে আয়করকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলেও অভিযোগ এসেছে। অতীতে এ ধরনের অভিযোগ এলে ভারতে দ্রুত তা আমলে নেওয়া হতো। এবার কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এম সাখাওয়াত বলেন, ভারতবিরোধী যে আন্দোলন বাংলাদেশে শুরু হয়েছে, তার প্রতি সমর্থন বাড়ছে। বিশেষ করে বাংলাদেশের শেষ তিনটি নির্বাচনে ভারত যে হস্তক্ষেপ করেছে, সেটা কারও অজানা নয়। বাংলাদেশের ক্ষমতাসীন দলও ভারতের সমর্থনের কথা জানিয়েছে। ফলে ভারতে আগামী দিনে যারা সরকারে আসবে, তারা বাংলাদেশের সরকারের সঙ্গে সম্পর্ক রাখবে নাকি জনগণের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করবে; এই প্রশ্ন উঠছে। বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ও দিল্লি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার মো. শহীদুল হক বলেন, ‘অতীতে পররাষ্ট্রনীতি আদর্শবাদের ভিত্তিতে পরিচালিত হলেও এখন বাস্তববাদ আর জাতীয় স্বার্থের ভিত্তিতে পরিচালিত হয়। অথচ পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আমরা এখনো আদর্শবাদিতাই বিশ্বাসী।

 

এটা ভুল।’ তিনি বলেন, নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর ভারতের পররাষ্ট্রনীতির অবস্থান পরিবর্তন করেছেন। তিনি বাস্তববাদ আর জাতীয় স্বার্থের ভিত্তিতে পররাষ্ট্রনীতি পরিচালনা করছেন। শহীদুল হক বলেন, সাম্প্রতিককালে বিশেষ করে ১০-১৫ বছর ধরে ভারতের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও চীনও বলছে বাংলাদেশ তাদের জন্য গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কীভাবে ভারসাম্য রেখে ভারত ও চীনের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেবে।

Share Button
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।
ঘোষনাঃ