সরকার স্বাস্থ্য খাতে স্নাতক ফার্মাসিস্টদের নিয়োগ দিবে : স্বাস্থ্যমন্ত্রী
স্বদেশ বাংলা ডেস্কঃ
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, সরকার সব ধরনের সরকারি হাসপাতালে স্নাতক ফার্মাসিস্ট নিয়োগে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। তিনি বলেন, ‘স্নাতক ফার্মাসিস্ট নিয়োগের জন্য প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নেয়া হবে। বিশ্বের বিভিন্ন দেশে পেশাদার গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট তালিকাভুক্তির বিধান থাকলেও আমরা তাদের ভর্তির কাজ শুরু করিনি।’ মঙ্গলবার সংসদে জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ বিধি ৭১ এ স্বতন্ত্র সদস্য এম নাসের শাহরিয়ার জাহেদীর আনীত নোটিশের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
স্বাস্থ্য পরিসেবা অধিদফতরের অধীনে বিভিন্ন পাবলিক এবং বিশেষায়িত হাসপাতালে স্নাতক ফার্মাসিস্টের মাত্র ৩৫টি অনুমোদিত পদ রয়েছে। যেখানে তাইওয়ানে প্রায় ৮ হাজার ৭৭০ ফার্মাসিস্ট, ফিলিপাইনে ৩ হাজার ৫০০ এবং মালয়েশিয়ায় ৬ হাজার ৫১৪ টি পদ রয়েছে।
সূত্র : বাসস