,


শিরোনাম:
«» ভুল তথ্যে সংবাদ প্রকাশ করায় এনবিআর সদস্য কায়কোবাদের প্রতিবাদ «» অনন্যা সাহা (স্বাতী) ৩২তম জন্মদিন। «» বৈষম্যবিরোধীদের ওপর অতর্কিত হামলা, আইসিইউতে ২ ছাত্রী «» হিন্দুদের সরকারি চাকরি থেকে বঞ্চিত করার অভিযোগ নিয়ে মুখ খুলল ইউনুসের সরকার, বলল… «» নতুন আঙ্গিকে আরো সু-পরিসরে ব্রাদার্স ফার্নিচার লি: এর শো-রুম এখন বরিশাল «» উদ্যোক্তা হাটের ২০২৪ এওয়ার্ড প্রদান «» উত্তরা ব্যাংকের এমডি রবিউল ইসলামের অপসারণ ও পদত্যাগের দাবিতে মানববন্ধন। «» ধর্মনিরপেক্ষতা খারিজের পক্ষে ইউনূস সরকার «» ভন্ডপীর সাঈদ আনোয়ার মোবারকী বাবুর বিরুদ্ধে মানববন্দন ও প্রতিবাদ সমাবেশ। «» গাইবান্ধায় ভুয়া প্রেসক্লাব খুলে কথিত সাংবাদিকরা হেনাস্তা করছে সরকারি কর্মকর্তা কর্মচারী ও ব্যবসায়ীদের

ভাষা শহীদদের স্মরণে সেক্টর কমান্ডারস ফোরামের প্রদীপ প্রজ্বলন একুশের অবিনাশী চেতনায় রুখতে হবে সকল অপশক্তি- ড.অনুপম সেন

অভি পাল,মহানগর প্রতিনিধি,চট্টগ্রাম

সূর্যাস্তের পর প্রদীপ শিখা প্রজ্বলনের মধ‍্য দিয়ে অপশক্তির সকল নিকষকালো অন্ধকার দূর করার দৃপ্তশপথে মাতৃভাষা বাংলার জন‍্য আত্মাহুতি দেওয়া বীর শহীদদের কৃতজ্ঞচিত্তে স্মরণ করেছে চট্টগ্রাম জেলা ও মহানগর সেক্টর কমান্ডারস ফোরাম -মুক্তিযুদ্ধ ‘৭১।

আজ ২০ ফেব্রুয়ারি রবিবার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত স্মরণানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  একুশে পদকপ্রাপ্ত সমাজবিজ্ঞানী প্রফেসর ড.অনুপম সেন বলেছেন, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঐতিহাসিক দিনটি বাঙালির আত্মপরিচয়ের সাহসী ঠিকানা। অমর একুশের পথ ধরেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের অসমসাহসী ও দূরদর্শী নেতৃত্বে স্বাধিকার ও স্বাধীনতা আন্দোলন সর্বোপরি মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের জীবনের বিনিময়ে বাঙালির বিজয় অর্জিত হয়েছে।বিশ্বের ইতিহাসে বাঙালিই একমাত্র জাতি যারা নিজের মাতৃভাষায় কথা বলার অধিকার রক্ষায় জীবন দিয়েছে। তিনি বলেন, আজও বাঙালি ও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শেষ হয় নি। সুযোগ পেলেই মুক্তিযুদ্ধের  পরাজিত জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা ছোবল মারতে চায়। এহেন ঘৃণ্য অপতৎপরতার বিরুদ্ধে নতুন প্রজন্মকে সজাগ ও সচেষ্ঠ থেকে একুশের চেতনায় ঐক্যবদ্ধভাবে দেশবিরোধী অপশক্তিকে রুখে দিতে হবে।
সংগঠনের মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা.সরফরাজ খান চৌধুরীর সভাতিত্বে ও জেলার সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় এতে  সংগঠনের জেলা ক্তিযোদ্ধা নুরুল আলম মন্টু বিশেষ অতিথি ও কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার প্রধান আলোচক ছিলেন। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ফজল আহমদ,বীর মুক্তিযোদ্ধা বাদশা মিয়া,বীর মুক্তিযোদ্ধা গৌরী শংকর চৌধুরী,মো. সেলিম চৌধুরী, এডভোকেট সাইফুন নাহার খুশী, সাহেদ মুরাদ শাকু, হাজী মুহাম্মদ সেলিম রহমান,জসীম উদ্দিন,মনোয়ার জাহান মনি, নুরুল হুদা চৌধুরী,নাজিম উদ্দিন,মঈনুল আলম খান,পংকজ রায়, ডা.ফজলুল হক সিদ্দিকী,এড.কামরুল আযম টিপু,এডভোকেট রোখসানা আকতার,উপাধ‍্যক্ষ চন্দন দত্ত,মোহাম্মদ আইউব,সাধন চন্দ্র  দাশ,কামাল উদ্দিন,রাজীব চন্দ,মুস্তাফিজুর রহমান বিপ্লব,দীপন দাশ, মোজাম্মেল মানিক,নবী হোসেন সালাউদ্দিন,মো.হোসেন চৌধুরী সাদ্দাম,ইসমে আজিম আসিফ,ইঞ্জিনিয়ার ইয়াকুব মুন্না, কামাল হোসেন, এস এম রাফি,শাহনাজ সোহানা,হোসেন শরীফ বাবু,আচঁল চক্রবর্তী, ইঞ্জিনিয়ার নাসির প্রমূখ।

Share Button
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।
ঘোষনাঃ