,


শিরোনাম:
«» ভুল তথ্যে সংবাদ প্রকাশ করায় এনবিআর সদস্য কায়কোবাদের প্রতিবাদ «» অনন্যা সাহা (স্বাতী) ৩২তম জন্মদিন। «» বৈষম্যবিরোধীদের ওপর অতর্কিত হামলা, আইসিইউতে ২ ছাত্রী «» হিন্দুদের সরকারি চাকরি থেকে বঞ্চিত করার অভিযোগ নিয়ে মুখ খুলল ইউনুসের সরকার, বলল… «» নতুন আঙ্গিকে আরো সু-পরিসরে ব্রাদার্স ফার্নিচার লি: এর শো-রুম এখন বরিশাল «» উদ্যোক্তা হাটের ২০২৪ এওয়ার্ড প্রদান «» উত্তরা ব্যাংকের এমডি রবিউল ইসলামের অপসারণ ও পদত্যাগের দাবিতে মানববন্ধন। «» ধর্মনিরপেক্ষতা খারিজের পক্ষে ইউনূস সরকার «» ভন্ডপীর সাঈদ আনোয়ার মোবারকী বাবুর বিরুদ্ধে মানববন্দন ও প্রতিবাদ সমাবেশ। «» গাইবান্ধায় ভুয়া প্রেসক্লাব খুলে কথিত সাংবাদিকরা হেনাস্তা করছে সরকারি কর্মকর্তা কর্মচারী ও ব্যবসায়ীদের

ভাষা শহীদদের প্রেরণা ও মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে গড়ে তোলার শপথ নিন : আবীর আহাদ

অভি পাল,মহানগর প্রতিনিধি,চট্টগ্রাম
একাত্তরের মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান আবীর আহাদ ভাষা আন্দোলনের মহান শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন। আজ এক বিবৃতিতে তিনি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলা ভাষাভাষীসহ বিশ্বের সব ভাষা ও সংস্কৃতির মানুষকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশের সর্বক্ষেত্রে বাংলা ভাষা চর্চা, বিশেষ করে অফিস-আদালতে বাংলা প্রচলনের আহ্বান জানিয়েছেন। বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠিত হওয়ার মধ্যেই কেবল ভাষা শহীদদের আত্মদান সার্থকতা লাভ করতে পারে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

মহান শহীদ দিবস তথা ঐতিহাসিক ২১ ফেব্রুয়ারি উপলক্ষে উপরোক্ত মন্তব্য করে আবীর আহাদ বলেন, মহান ২১ ফেব্রুয়ারি বাঙালি জীবনে শোক, শক্তি, মহিমা ও গৌরবের প্রতীক। ১৯৫২ সালের এ দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষা করতে প্রাণ দিয়েছিলেন বরকত রফিক, শফিক, সালাম ও জব্বারসহ আরও অনেক নাম-না-জানা মহৎ প্রাণ। আজকের এ বেদনা বিধুর দিনে আমি ভাষা শহীদদের অম্লান স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। শ্রদ্ধা জানাই বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার লড়াইয়ে নেতৃত্বদানকারী সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও অন্যান্য সব ভাষা-সৈনিকের প্রতি।

বিবৃতিতে আবীর আহাদ বলেন, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাহান্নর একুশে ফেব্রুয়ারির রক্তিম প্রেরণাময় পথ বেয়ে নানান আন্দোলন ও সংগ্রামের ধারাবাহিকতায় ১৯৭১ সালে এক রক্তাক্ত মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয়েছিল স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। আসুন, আজ থেকে আমরা সব ভেদাভেদ ও রাজনৈতিক সংকীর্ণতা পরিহার করে ভাষা শহীদদের দেখিয়ে দেয়া পথ ধরে ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনায় বাংলাদেশকে গড়ে তোলার শপথ গ্রহণ করি।

* আবীর আহাদ
চেয়ারম্যান, একাত্তরের মুক্তিযোদ্ধা সংসদ

Share Button
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।
ঘোষনাঃ