বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক হলেন জামাল
স্বদেশ বাংলা ডেস্কঃ
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক হয়েছেন রফিকুল ইসলাম জামাল।গতকাল বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঝালকাঠি জেলা বিএনপির সদস্য মো. রফিকুল ইসলাম জামালকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে। দল আশা প্রকাশ করে যে মো. রফিকুল ইসলাম জামাল দলকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
২০১৮ সালের জুলাই মাসে বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক বদরুজ্জামান খসরু মারা যাওয়ার পর পদটি দীর্ঘদিন শূন্য থাকে। পরে এই পদে জামালকে নিয়োগ দেওয়া হলো।
জামাল ২৮ অক্টোবর ঢাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার হয়ে কারাগারে যান। গত ১২ জানুয়ারি তিনি মুক্তি লাভ করেন। তিনি ২০০৮ সালে বিএনপি থেকে নির্বাচনে গিয়ে হেরে যান। ২০১৮ সালেও শাহজাহান ওমরকে প্রধান প্রার্থী ও জামালকে বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়ন দেয় বিএনপি।