,


শিরোনাম:
«» ভারতের গণতন্ত্র রক্ষা ও ভূ-রাজনৈতিক বাস্তবতায় এক নতুন ভারতের উত্থান!! «» ভুল তথ্যে সংবাদ প্রকাশ করায় এনবিআর সদস্য কায়কোবাদের প্রতিবাদ «» অনন্যা সাহা (স্বাতী) ৩২তম জন্মদিন। «» বৈষম্যবিরোধীদের ওপর অতর্কিত হামলা, আইসিইউতে ২ ছাত্রী «» হিন্দুদের সরকারি চাকরি থেকে বঞ্চিত করার অভিযোগ নিয়ে মুখ খুলল ইউনুসের সরকার, বলল… «» নতুন আঙ্গিকে আরো সু-পরিসরে ব্রাদার্স ফার্নিচার লি: এর শো-রুম এখন বরিশাল «» উদ্যোক্তা হাটের ২০২৪ এওয়ার্ড প্রদান «» উত্তরা ব্যাংকের এমডি রবিউল ইসলামের অপসারণ ও পদত্যাগের দাবিতে মানববন্ধন। «» ধর্মনিরপেক্ষতা খারিজের পক্ষে ইউনূস সরকার «» ভন্ডপীর সাঈদ আনোয়ার মোবারকী বাবুর বিরুদ্ধে মানববন্দন ও প্রতিবাদ সমাবেশ।

নড়াইলে দূর্বৃত্তদের হামলায় নিহত কৃষক সুফল বিশ্বাসের পরিবারের পাশে দাঁড়ালেন এমপি মাশরাফি

নড়াইলে দূর্বৃত্তদের হামলায় নিহত কৃষক সুফল বিশ্বাসের পরিবারের পাশে দাঁড়ালেন এমপি মাশরাফি

কাজী ইমরান, নড়াইল প্রতিনিধিঃ

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের কল্যাণপুর গ্রামে দুর্বৃত্তদের হাতে নিহত কৃষক সুফল বিশ্বাসসের পরিবারের পাশে দাঁড়ালেন নড়াইল – ২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মূর্তজা। শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে এগারোটার দিকে নড়াইল – ২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মূর্তজা নিহত কৃষক সুফল বিশ্বাসের কল্যাণপুরের গ্রামের বাড়িতে যান। এ সময় তিনি নিহত সুফল বিশ্বাসের স্ত্রী সোনা রানী বিশ্বাস, মা দেনতারা বিশ্বাস ও  তিন সন্তানের সাথে কথা বলেন ও তাদের খোঁজ-খবর নেন। এ সময় এমপি মাশরাফি বিন মূর্তজা নিহত সুফলের পরিবারের পাশে থাকার অঙ্গিকার পূর্ণব্যক্ত করে বলেন, আমি এই চেয়ারে থাকলেও আপনাদের পরিবারের পাশে থাকবো না থাকলেও পাশে থাকবো। তিনি আরও বলেন, অত্র এলাকার প্রায় ৮০০ শত সনাতন ধর্মাবলম্বী পরিবার ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী হতে হবে। আমরা যেমন থাকবো আপনারাও তেমনি থাকবেন, এদেশের মাটি আপনাদের, আমাদের এবং সকলের। আপনারা নিজেদেরকে কখনো দুর্বল মনে করবেন না। সব সময় আমরা আপনাদের পাশে আছি এবং থাকবো।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লাহুড়িয়া ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরান আহমেদ শিকদার, বীর মুক্তিযোদ্ধা মগবুল হোসেন, প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন, লাহুড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মাসুম শিকদার, শিক্ষক ও সমাজ কর্মী শংকর কুমার লস্কর।

এমপি মাশরাফি বিন মূর্তজা এলাকাবাসীর উদ্দেশ্য আরও বলেন বিচ্ছিন্ন ঘটনা ঘটার পূর্বেই সমাধান করতে হবে। আমরা অশান্তি চাই না। বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও তা তাতক্ষনিক ভাবে সমাধান করতে হবে। প্রশাসন দিয়ে সব ঘটনার সমাধান সম্ভব নয়। নিজেদেরকে সচেতন হয়ে এগিয়ে আসতে হবে। অত্র অঞ্চলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খুন-খারাবির ঘটনা ঘটে, এ নিয়ে নিরপরাধ মানুষকে আসামি করা হয়, এটি কাম্য নয়। তিনি এ ব্যাপারে সকলকে সজাগ ও সচেতন হওয়ার আহবান জানান। তিনি আরও বলেন, অত্র অঞ্চলে অনেক হত্যা কান্ডের বিচার হয় না, একশ্রেণীর ধুরন্ধর ও লোভী মাতব্বররা মোটা অংকের অর্থের বিনিময়ে উক্ত মামলা-মোকদ্দমা মিটিয়ে ফেলেন। ফলে হত্যা কান্ডের বিচার হয় না। পরবর্তীতে আরও হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

এমপি মাশরাফি বিন মূর্তজা পরিবারের উদ্দেশ্য বলেন, নিহত সুফলের তিন সন্তানের লেখাপড়া দায়িত্ব আমরা বহন করবো। লাহুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরান আহমেদ বলেন ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে প্রতি মাসে ৩০ কেজি চাউল ও নিহত সুফলের স্ত্রী সোনা রানী বিশ্বাসের নামে বিধবা ভাতার ব্যবস্থা করা হয়েছে। তিনি আরও বলেন, নিহত সুফলের তিন সন্তানের স্কুলের লেখাপড়ার যাবতীয় খরচ সরকার বহন করবেন। উল্লেখ্য, নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়ার ইউনিয়নের কল্যাণপুর গ্রামে ১৭ আগস্ট একদল দূর্বৃত্তের হামলায় কৃষক সুফল বিশ্বাস (৩৬) নিহত হয়। ১৯ আগস্ট নিহত সুফলের স্ত্রী সোনা রানী বিশ্বাস বাদী হয়ে লোহাগড়া থানায় ৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। ইতিমধ্যে ৪ আসামির মধ্যে পুলিশ দু’জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন।

এ ব্যাপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দীন বলেন অন্য দুই আসামিকে গ্রেফতারের জন্য উন্নত তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
Share Button
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।
ঘোষনাঃ