,


শিরোনাম:
«» ভুল তথ্যে সংবাদ প্রকাশ করায় এনবিআর সদস্য কায়কোবাদের প্রতিবাদ «» অনন্যা সাহা (স্বাতী) ৩২তম জন্মদিন। «» বৈষম্যবিরোধীদের ওপর অতর্কিত হামলা, আইসিইউতে ২ ছাত্রী «» হিন্দুদের সরকারি চাকরি থেকে বঞ্চিত করার অভিযোগ নিয়ে মুখ খুলল ইউনুসের সরকার, বলল… «» নতুন আঙ্গিকে আরো সু-পরিসরে ব্রাদার্স ফার্নিচার লি: এর শো-রুম এখন বরিশাল «» উদ্যোক্তা হাটের ২০২৪ এওয়ার্ড প্রদান «» উত্তরা ব্যাংকের এমডি রবিউল ইসলামের অপসারণ ও পদত্যাগের দাবিতে মানববন্ধন। «» ধর্মনিরপেক্ষতা খারিজের পক্ষে ইউনূস সরকার «» ভন্ডপীর সাঈদ আনোয়ার মোবারকী বাবুর বিরুদ্ধে মানববন্দন ও প্রতিবাদ সমাবেশ। «» গাইবান্ধায় ভুয়া প্রেসক্লাব খুলে কথিত সাংবাদিকরা হেনাস্তা করছে সরকারি কর্মকর্তা কর্মচারী ও ব্যবসায়ীদের

‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক’ পেলেন ঈশ্বরদীর ৫ জন

রাজশাহী বিভাগীয় চীফ এম এ সৈয়দ তন্ময় : কৃষিতে আবারো ঈশ্বরদীর কৃষকরা সফল অর্জন করেছেন। এবারে ঈশ্বরদীর দুই নারীসহ ৫ জন বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক পেয়েছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা রওশন জামাল জানান, রোববার (১৬ জুলাই) ঢাকা ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪২১ ও ১৪২২এ কৃষিতে অবদানের স্বীকৃতি স্বরূপ নির্বাচিতদের হাতে ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক’ তুলে দেন।
এবারে কৃষিতে নারী উদ্যোক্তা বেলী বেগমকে স্বর্ণ পদক, কৃষক পর্যায়ে বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণের জন্য আব্দুল খালেককে স্বর্ণ পদক, বাণিজ্যিক কৃষি খামার স্থাপনের জন্য আব্দুল বারী ওরফে কপি বারীকে রৌপ্য পদক, সমন্বিত পোল্ট্রি ও কৃষি খামার স্থাপনের জন্য রবিউল ইসলামকে ব্রোঞ্জ পদক এবং সফল পোল্ট্রি খামারী মাহফুজা খানম সীমাকে ব্রোঞ্জ পদক প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, এই নিয়ে ঈশ্বরদীতে বঙ্গবন্ধু কৃষি পদক প্রাপ্ত কৃষক-কৃষাণির সংখ্যা মোট ১৫ তে উন্নিত হলো। ১৯৯১ সালে শাহজাহান আলী বাদশা ওরফে পেপে বাদশার রাষ্ট্রপতি পদকের মধ্য দিয়ে পদক প্রাপ্তি যাত্রা শুরু হয়।
পরে, সিদ্দিকুর রহমান ময়েজ, নূরুন্নাহার বেগম, আমজাদ আলী ওরফে পেয়ারা আমজাদ, হাবিবুর রহমান হাবিব ওরফে মাছ হাবিব, আকমল হোসেন, আমিরুল ইসলাম, রনি প্রমূখ পদকপ্রাপ্ত হন।
চলতি বছরের জানুয়ারিতে বেলী বেগম এবং আব্দুল বারী জাতীয় সবজি পুরুস্কার ’২০১৬ অর্জন করেছেন। কৃষিতে ঈশ্বরদীই দেশের শ্রেষ্ঠ উপজেলা হিসেবে চিহ্নিত।

Share Button
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।
ঘোষনাঃ