মাসুদ রানা রাব্বানী: বগুড়া আটাপাড়া হাফিজিয়া মাদ্রাসার নিখোঁজ ৩ ছাত্রকে উদ্ধার করেছে মতিহার থানা পুলিশ। গতকাল সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে তাদের রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন বিনোদপুর বাজার থেকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃতরা হলো: বগুড়া জেলার গাবতলী থানার তাতুরা গ্রামের আব্দুর বাসেদের ছেলে মোঃ বায়েজিত বোস্তামী (১১), একই জেলার হোসেনপুর এলাকার রিজাউলের ছেলে মোঃ সিয়াম (৯) ও একই এলাকার মোঃ মিন্টুর ছেলে মোঃ নূরুন্নবী (৯)। হারিয়ে যাওয়া শিশুরা জানায়, গত (১৫জুলাই) দুপুরে তারা ট্রেনে চড়ে ঘুরে বেড়ানোর উদ্দেশ্যে বের হয়। পরে তারা পথ ভ্রষ্ট হয়ে রাজশাহী মহানগরীর শিরোইল রেলস্টেশনে নেমে পড়ে। এক সময় তারা নগরীর বিনোদপুর বাজারে এসে বাড়ি যাবো বলে কাঁন্নাকাটি করতে থাকে। এ সময় খবর পেয়ে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির তাদের মতিহার থানায় নিয়ে আসেন। এ রিপোর্ট লিখা পর্যন্ত নিখোঁজ ৩ মাদ্রাসার ছাত্র থানার হেফাজতে রয়েছে।
বগুড়া মাদ্রাসার নিখোঁজ ৩ ছাত্র রাজশাহীতে উদ্ধার
দৈনিক স্বদেশ বাংলা
জুলাই, ১৮, ২০১৭, ১২:৩৩ পূর্বাহ্ণ
শিক্ষা |
332 Views

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।