রাজশাহী থেকে এম এ সৈয়দ তন্ময়: এবার স্মার্ট জাতীয় পরিচয়পত্র পেতে শুরু করলেন রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকার বাসিন্দারা। রোববার বিকাল থেকে থানা এলাকায় স্মার্টকার্ড বিতরণ শুরু করা হয়েছে। সোমবার সকালে নগরীর ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের মাঝে এ স্মার্টকার্ড দেয়া হয়। সকালে নগরীর হোসনীগঞ্জ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সিটি করপোরেশনের স্থানীয় কাউন্সিলর একেএম রাশেদুল হাসান টুলুর হাতে স্মার্টকার্ড তুলে দেয়ার মধ্যে দিয়ে এর উদ্বোধন হয়। এ সময় উপস্থিত ছিলেন, জেলা নির্বাচন অফিসার আতিয়ার রহমান, বোয়ালিয়া থানা নির্বাচন অফিসার বুলবুল আহমেদ, রাজপাড়া থানা নির্বাচন অফিসার শহিদুল ইসলাম প্রামানিক ও মুক্তিযোদ্ধা গোলাম রসুল। নগরীতে স্মার্টকার্ড বিতরণের দায়িত্বপ্রাপ্ত কর্মী জাকির হোসেন জানান, এর আগে নগরীর রাজপাড়া থানা এলাকায় স্মার্টকার্ড বিতরণ শেষ হয়েছে। পরে শুরু হলো বোয়ালিয়ায়। আগামি বৃহস্পতিবার পর্যন্ত হোসনীগঞ্জ স্কুলে ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে স্মার্টকার্ড বিতরণ করা হবে। এ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৮ হাজার ৪৪৫ জন। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চোখের আইরিশ ও আঙ্গুলের ছাপ দিয়ে নিজেদের স্মার্টকার্ড সংগ্রহ করতে পারবেন তারা।
রাজশাহীতে স্মার্টকার্ড বিতরণ শুরু
দৈনিক স্বদেশ বাংলা
জুলাই, ১৮, ২০১৭, ১২:২০ পূর্বাহ্ণ
জাতীয় |
355 Views

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।