অভি পাল, মহানগর প্রতিনিধি চট্টগ্রাম
দিনে সূর্যের আলোয় শীত কম অনুভূত হলেও রাতে হাড় হিম করা শীত জেঁকে বসে। এ সময় ছিন্নমূল ও অসহায় মানুষদের ভোগান্তি চরমে ওঠে।
আর সে সব অসহায়দের পাশে দাঁড়িয়েছেন “পূর্বাশার আলো” ।প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার শীতবস্ত্র বিতরণ করেন পূর্বাশার আলো চট্রগ্রাম দক্ষিণ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম সিকদার। .
গত বুধবার ( ১৬ই ফেব্রুয়ারি) গভীর রাতে নগরীর ওয়াসা, টাইগারপাস,জিসির মোড় এলাকায় অসহায়,হত দরিদ্র রিক্সাচালকের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন তামাকুমন্ডি লেইন শ্রমিক লীগের সাবেক সহ সভাপতি উজ্জ্বল চৌধুরী। মোঃ শাহ আলম সিকদার উপস্থিত দরিদ্র,অসহায় রিক্সাচালকদের সাথে কুশল বিনিময় করে বলেন, এই উপহার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের কাছে পাঠিয়েছেন। আমরা আপনাদের কাছে তা পৌঁছে দিচ্ছি। আপনারা সবাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন।