নকলায় সাংবাদিক ফারুকের উপর হামলা
শেরপুর (নকলা ) প্রতিনিধি,
শেরপুরের নকলায় মুহাম্মদ ফারুকুজ্জামান ফারুক নামে এক সাংবাদিক এর উপর অতর্কিত হামলা চালিয়েছে এবং এ ঘটনায় আরও একজন আহত হয়েছে । নকলা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বুধবার বিকেলে ক্রিকেট খেলা চলতেছে মাঠে বসে খেলা দেখতেছিল সাংবাদিক ফারুক হটাৎ পেছন থেকে পলাশ নামে একজন ইট দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে দেয় এতে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং গুরুতর আহত হন । সবাই তাকে ফিরিয়ে দিলে দ্বিতীয় বারে মত হামলা করতে আসে পলাশ । পলাশকে ফিরাতে গিয়ে উত্তর বাজারের মহিদুজ্জামান মিথুন নামে একজন কান ফেটে যায় , আঘাত প্রাপ্ত হন ।
হাসপাতালে নিয়ে যাওয়ার পথেও হামলা কারী আবারও মারতে আসে , হাসপাতালে নেয়ার পর তার মাথায় পাঁচটি সিলাই দেওয়া হয় এবং নকলা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয় । মাদকাসক্ত পলাশ হাসপাতাল চত্তরে ছুরি নিয়ে ঘুরতে থাকে এ সময় জালাল পুর এলাকার কৃষ্ণ প্রসাদ কালোয়ার তাকে বাড়ি ফিরে যেতে বলায় পলাশ তার উপর চড়াও হয়।
এ ঘটনা জানানো হলে পুলিশ পলাশকে গ্রেফতার করেছ এবং তার নামে মামলা হয়েছে। তাকে নকলা থানা থেকে শেরপুর জেল হাজতে প্রেরন করা হয়েছে ।