,


শিরোনাম:
«» অন্ধকার থেকে আলোর পথে: ‘উত্তরণ’-এর ৩৪ তম প্রদর্শনী «» হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন- রজত ভরদ্বাজ মুখার্জি, ভারতীয় জনতা পার্টি। «» ভারতের গণতন্ত্র রক্ষা ও ভূ-রাজনৈতিক বাস্তবতায় এক নতুন ভারতের উত্থান!! «» ভুল তথ্যে সংবাদ প্রকাশ করায় এনবিআর সদস্য কায়কোবাদের প্রতিবাদ «» অনন্যা সাহা (স্বাতী) ৩২তম জন্মদিন। «» বৈষম্যবিরোধীদের ওপর অতর্কিত হামলা, আইসিইউতে ২ ছাত্রী «» হিন্দুদের সরকারি চাকরি থেকে বঞ্চিত করার অভিযোগ নিয়ে মুখ খুলল ইউনুসের সরকার, বলল… «» নতুন আঙ্গিকে আরো সু-পরিসরে ব্রাদার্স ফার্নিচার লি: এর শো-রুম এখন বরিশাল «» উদ্যোক্তা হাটের ২০২৪ এওয়ার্ড প্রদান «» উত্তরা ব্যাংকের এমডি রবিউল ইসলামের অপসারণ ও পদত্যাগের দাবিতে মানববন্ধন।

নকলায় সাংবা‌দিক ফারু‌কের উপর হামলা।

নকলায় সাংবা‌দিক ফারু‌কের উপর হামলা
শেরপুর (নকলা ) প্র‌তি‌নি‌ধি,    
শেরপু‌রের নকলায় মুহাম্মদ ফারুকুজ্জামান ফারুক না‌মে এক সাংবা‌দিক এর উপর অতর্কিত হামলা চা‌লি‌য়ে‌ছে এবং এ ঘটনায় আরও একজন আহত হ‌য়ে‌ছে ।                             নকলা সরকারী পাইলট উচ্চ‌ বিদ‌্যালয় মা‌ঠে বুধবার বি‌কে‌লে ক্রি‌কেট খেলা চল‌তে‌ছে  মাঠে বসে খেলা দেখ‌তে‌ছিল সাংবা‌দিক ফারুক হটাৎ পেছন থেকে পলাশ না‌মে একজন ইট দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে  দেয় এ‌তে রক্তাক্ত হয়ে মা‌টি‌তে লুটিয়ে প‌ড়েন এবং গুরুতর আহত হন ।  সবাই তা‌কে ফি‌রি‌য়ে দি‌লে দ্বিতীয় বা‌রে মত হামলা কর‌তে আ‌সে পলাশ । পলাশ‌কে ফিরা‌তে গি‌য়ে উত্তর বাজা‌রের ম‌হিদুজ্জামান মিথুন না‌মে একজন কান ফে‌টে যায় ,  আঘাত প্রাপ্ত হন ।
হাসপাতালে নিয়ে যাওয়ার পথেও হামলা কারী আবারও মার‌তে আ‌সে , হাসপাতা‌লে নেয়ার পর তার মাথায় পাঁচ‌টি সিলাই দেওয়া হয় এবং নকলা উপ‌জেলা হাসপাতা‌লে ভ‌র্তি করা হয় । মাদকাসক্ত পলাশ হাসপাতা‌ল  চত্ত‌রে  ছু‌রি নি‌য়ে ঘুর‌তে থা‌কে এ সময় জালাল পুর এলাকার কৃষ্ণ প্রসাদ কা‌লোয়ার তা‌কে বা‌ড়ি  ফি‌রে যে‌তে বলায় পলাশ তার উপর চড়াও হয়।
এ ঘটনা জানা‌নো হ‌লে পুলিশ পলাশ‌কে গ্রেফতার করেছ এবং তার নামে মামলা হয়েছে। তাকে নকলা থানা থেকে শেরপুর জেল হাজতে প্রেরন করা হ‌য়ে‌ছে ।
Share Button
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।
ঘোষনাঃ