ঝালকাঠির নলছিটিতে আসন্ন দুর্গ পুজো উদযাপনে উপজেলা ও পুলিশ প্রশাসনের সভা
মোঃ মাছুম বিল্লাহ, ঝালকাঠি জেলা প্রতিনিধি
ঝালকাঠির নলছিটিতে আসন্ন দুর্গ পুজো উদযাপনে উপলক্ষে উপজেলা ও পুলিশ প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ৪অক্টোবর বুধবার দুপুর ১২টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বার্হী অফিসার মোঃ নজরুল ইসলাম’র সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আ’লীগের সহ সভাপতি ও নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহম্মদ সিদ্দিকুর রহমান। উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভূমি ও নির্বার্হী ম্যাজিস্ট্রেট সমাপ্তি রায়,উপজেলা আ’লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মজিবুর রহমান, মোল্লারহাট ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট মাহবুবুর রহমান সেন্টু,,কুলকাঠির চেয়ারম্যান এইচ এম আখতারুজ্জামান বাচ্চু, নাচনমহল ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম সেলিম, পুজা উদ্যোগ পরিষদের সভাপতি জনার্ধন দাস,সাবেক প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র কর, সম্পাদক তপন কুমার দাস প্রমুখ।
পরে দুপুর ১টায় নলছিটি থানার গোলঘরে পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও উপজেলার ২২টি পুজা মন্দিরের সভাপতি/সম্পাদকদের নিয়ে আসন্ন দুর্গ পুজা পুজা উদযাপন নির্বঘ্নে করতে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নলছিটি থানার অফিসার ইনচার্জ মু.আতাউর রহমান’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন পুজা উদযাপন পরিষদের সভাপতি জনার্ধন দাস, নলছিটি প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মিলন কান্তি দাস, পুজা উদযাপন পরিষদ সম্পাদক তপন কুমার দাস, এস আই আমিনুল ইসলাম, এস আই শহীদুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র কর,সঞ্জীব কুমার মজুমদার, তাপস কুমার মন্ডল, সংবাদকর্ম অরবিন্দ পোদ্দার তপু,অভিজিত কর্মকার,,মিলন মালো প্রমুখ।
এ ধরনের আরো সংবাদ





