ঝালকাঠির কাঠালিয়ায় গ্রামীন উন্নয়নে পর্যটন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
মোঃ মাছুম বিল্লাহ ঝালকাঠি জেলা প্রতিনিধি
ঝালকাঠির কাঠালিয়ায় গ্রামীন উন্নয়নে পর্যটন শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার ২১ জুন দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ট্যুরিজ্যম বোর্ড ও উপজেলা প্রসাশন এর আয়োজন করেন।
কর্মশালায় সরকারি কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি, উদ্যোগতা, ট্যুরিজ্যম গাইডসহ বিভিন্নি শ্রেনি পেশার আশি জন নারী পুরুষ অংশনেন।
দিন ব্যাপি এ কর্মশালায় প্রধান অথিতি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন বাংলাদেশ ট্যুরিজ্যম বোর্ডের উপ-সচিব মোঃ সাইফুল হাসান। অন্যেদের মধ্যে অতিরিক্ত জেলা প্রসাশক মোঃ রুহুল আমিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির,উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদু সিকদার প্রমূখ।