মাঈন উদ্দিন সরকার রয়েলঃ নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ক্ষুদ্র নৃ গোষ্টীর ৪৯ জন ছাত্র ছাত্রীর মধ্যে প্রত্যেককে ২হাজার ৪শ টাকা করে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। অনগ্রসর সম্প্রদায়কে শিক্ষা বিস্তারের মাধ্যমে সামনের দিকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় এ উদ্যোগ গ্রহন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে কেন্দুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুতাসিমুল ইসলামের সভাপতিত্বে কেন্দুয়া উপজেলায় ক্ষুদ্র নৃ গোষ্টীর উন্নয়নের লক্ষে বিশেষ সহায়তা প্রকল্পের শিক্ষা বৃত্তি ও সমবায় সমিতির মধ্যে চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতির্থি বক্তব্য রাখেন নেত্রকোণা জেলা প্রশাসক ড. মোঃ মুশফিকুর রহমান। তিনি বলেন সমভাবে দেশকে এগিয়ে নিতে শিক্ষার উন্নয়নে কোন বিকল্প নেই । অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন ভূঞা নবগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকতাদিরুল আহমেদ, ভাইস চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন ভূঞা, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা রোজি, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর চৌধুরী ও সমবায় কর্মকর্তা রবি শংকর পাল প্রমুখ। অনুষ্ঠানে উপস্তিত ছিলেন কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সমরেন্দ্র বিম্ব শর্মা সহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান বৃন্ধ।অপর দিকে উপজেলা পরিষদের অর্থায়নে ১শ জন গরিব অথচ মেধাবী ছাত্র ছাত্রীর প্রত্যককে ৩হাজার ৬শ টাকা করে চেক বিতরণ করা হয়েছে।
দেশকে এগিয়ে নিতে শিক্ষার উন্নয়নে কোন বিকল্প নেই -ড. মোঃ মুশফিকুর রহমান
দৈনিক স্বদেশ বাংলা
জুলাই, ২১, ২০১৭, ১:১৭ পূর্বাহ্ণ
শিক্ষা |
342 Views

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।