চিতলমারীতে শীতার্তদের মধ্যে গ্রামীণ ব্যাংকের কম্বল বিতরণ
জেলাপ্রতিনিধি অরুণ কুমার সরকার চিতলমারী বাগেরহাঃ
গ্রামীন ব্যাংক প্রধান কার্যালয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে পিরোজপুর যোনের গ্রামীন ব্যাংক, চিতলমারী শাখায় শীতার্থ সংগ্রামী সদস্যদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার (১৭ জানুয়ারী) বিকাল সাড়ে ৫টায়, ব্যাংকের নিজস্ব কার্যালয় এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জোনাল অফিসের নিরক্ষক কর্মকর্তা মো: ওমর ফরুক, স্থানীয় উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: একরামুল হক মুন্সী, সাধারন সম্পাদক অরুন কুমার সরকারসহ ব্যাংক শাখার সকল সহকর্মী বৃন্দ। শীতবস্ত্র পেয়ে সংগ্রামী সদস্যরা উচ্ছাশ প্রকাশ ও অভিব্যক্তি ব্যক্ত করেন।
চিতলমারীতে শীতার্তদের মধ্যে গ্রামীণ ব্যাংকের কম্বল বিতরণ।