গীতা পাঠের মধ্যে দিয়ে কুসংস্কার মুক্ত সমাজ গঠনে সহয়ক হবে- সাবেক সচিব সন্তোষ অধিকারী।
বিশেষ প্রতিনিধিঃ
গত ২৮.০৭.২০২৩ইং বাঘারপাড়া উপজেলা কেন্দ্রীয় মন্দিরে হিন্দু ধর্মের মহা গ্রন্থ শ্রীমদভগবদ গীতা পাঠ প্রতিযোগিতা (৩য় শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত) অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রতিযোগীরা সুন্দর ও সাবলীলভাবে গীতা পাঠ করে। উক্ত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী, সাবেক অতিরিক্ত সচিব ও সভাপতি, বাঘারপাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদ, যশোর তিনি উপস্থিত থেকে সকল গীতা পাঠককে ধর্মের প্রতি শ্রদ্ধাশীল ও চর্চা করার আহবান জানান । তিনি উপস্থিত থেকে প্রতি বিভাগ থেকে ৩ জন করে মোট ০৬ জন প্রতিযোগী নির্বাচনে সহায়তা করেছেন যারা জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে। তিনি উপস্থিত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান সকলকে আরো উদ্বুদ্ধ করেন যেন নতুন প্রজন্ম নিজ নিজ ধর্ম ও সংস্কৃতি সম্পর্কে যথার্থ জ্ঞান অর্জন করে কুসংস্কার মুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখে।