অভি পাল,চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালীস্থ বানীগ্রাম স্কুল গেইট সংলগ্ন মাঠে ৬ দিন ব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা শুরু হয়েছে। শনিবার (২৫ই ডিসেম্বর) বিকাল ৪টায় ৬দিন ব্যাপী এ মেলা উদ্বোধন করেন জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক।
পরে মেলা পরিষদের চেয়ারম্যান ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক খোরশেদ আলমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডাঃ মাহফুজুর রহমান এবং প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুজ্জামান চৌধুরী।
উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন ,বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকা,মেলা পরিষদের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইসমাইল, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশর,বীর মুক্তিযোদ্ধা কবির আহম্মেদ,
বাঁশখালী উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা রোকসানা আক্তার,যুবলীগ নেতা দেলোয়ার হোসেন, যুবলীগ নেতা রাকিবুল ইসলাম মুবিন সহ মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের নেতৃবৃন্দ।