,


শিরোনাম:
«» ভুল তথ্যে সংবাদ প্রকাশ করায় এনবিআর সদস্য কায়কোবাদের প্রতিবাদ «» অনন্যা সাহা (স্বাতী) ৩২তম জন্মদিন। «» বৈষম্যবিরোধীদের ওপর অতর্কিত হামলা, আইসিইউতে ২ ছাত্রী «» হিন্দুদের সরকারি চাকরি থেকে বঞ্চিত করার অভিযোগ নিয়ে মুখ খুলল ইউনুসের সরকার, বলল… «» নতুন আঙ্গিকে আরো সু-পরিসরে ব্রাদার্স ফার্নিচার লি: এর শো-রুম এখন বরিশাল «» উদ্যোক্তা হাটের ২০২৪ এওয়ার্ড প্রদান «» উত্তরা ব্যাংকের এমডি রবিউল ইসলামের অপসারণ ও পদত্যাগের দাবিতে মানববন্ধন। «» ধর্মনিরপেক্ষতা খারিজের পক্ষে ইউনূস সরকার «» ভন্ডপীর সাঈদ আনোয়ার মোবারকী বাবুর বিরুদ্ধে মানববন্দন ও প্রতিবাদ সমাবেশ। «» গাইবান্ধায় ভুয়া প্রেসক্লাব খুলে কথিত সাংবাদিকরা হেনাস্তা করছে সরকারি কর্মকর্তা কর্মচারী ও ব্যবসায়ীদের

বউ মেলা! বউ মেলা!! বউ মেলা!!!

 

এম এ সাইদ (তন্ময়)
বাংলাদেশের নানান অঞ্চলে এই নামে মেলা বসে! আপনি জানেন কি আমাদের দেশে বউ মেলা হয়? ভাবছেন, এ আবার কেমন মেলা! এই মেলায় বৌ বিক্রী হয় নাকি! না বৌ বিকিকিনির মেলা নয় এটা। ঘরের লক্ষী আমাদের কাছে আদরণীয়, সে বিক্রীর বস্তু নয়! তবু কেন এমন নাম? আসুন, জেনে নিই-
জয়রামপুরের বউ মেলা
নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার একটি গ্রাম হলো জয়রামপুর। এখানে মেলার আয়োজন করেন হিন্দু ধর্মাবলম্বিরা। শত বছরের পুরোনো বটগাছের নিচে বসে ঐতিহ্যবাহী মেলাটি। এটি আদ্যোপান্ত নারীদের মেলা।
নববধূ থেকে শুরু করে বিভিন্ন বয়সের নারীরা জমায়েত হন সেই বট গাছের ছায়ায়। এখানে এসে তারা মিটিয়ে ফেলেন পুরোনো বছরের সব ঝগড়া-বিবাদ। একজন বাঙালী নারী যাতে ঝগড়া বিবাদ ভুলে নতুন বছরে স্বামীর সংসারকে ধনসম্পদে ভরিয়ে তুলতে পারেন সে উদ্দেশ্যেই এত কান্ড।
তাড়াশের বউ মেলা
এই বৌ মেলাটি মূলত ওরশের মেলা। সিরাজগঞ্জ, পাবনা ও নাটোরের মিলনস্থল তাড়াশের নওগাঁর শাহ শরিফ জিন্দানী (রাঃ) এর মাজারে তিন দিন ব্যাপী বার্ষিক ওরশ হয়। শেষের দিন বসে মেলা। এই মেলাকে স্থানীয়রা বলেন বউ মেলা। কারণ বউ-শাশুড়িরা ঘর গৃহাস্থলির জিনিসসহ নানান জিনিস কেনাকাটা করেন এখানে। বেশিরভাগই থাকে নারীদের পণ্য। তাদের ব্যবহার্য প্রসাধনী, টুকটাক সখের জিনিস পাওয়া যায় এখানে।
তবে মেলাটিকে ‘জামাই-বউ মেলাও বলে অনেকে। মেলার নাম যাই হোক যেতে বাঁধা নেই কারোই। সব বয়সের সব ধর্মের মানুষের আনাগোণায় মুখর থাকে মেলা প্রাঙ্গন।
নাটোরের বউ মেলা
নাটোরের সিংড়ার বিয়াস গ্রামে অনুষ্ঠিত হয় এই মেলাটি। প্রতিবছর বিয়াশ কালিমাতার মেলার পরদিন একই স্থানে এই মেলা বসে। শুধু নারীরাই এখানে কেনাকাটা করতে পারেন। পুরুষদের প্রবেশ একদম নিষেধ!
বগুড়ার বউ মেলা
বগুড়ায় ঐতিহ্যবাহী পোড়াদহ মেলার পর শুরু হয় এই মেলা। এখানকার রীতিও ওই, শুধু নারীরা থাকবেন মেলায়। নারীদের স্বচ্ছন্দ্য কেনাকাটা, বাইরের পুরুষদের দ্বারা কোন অপ্রীতিকর ঘটনার মাঝে না পড়ার প্রয়োজনে এমন আলাদা মেলার আয়োজন করা হয় বলে অনেকের ধারণা।

Share Button
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।
ঘোষনাঃ