নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের জুড়াইল গ্রামের কৃতি মেধাবী ছাত্র নাদিম উল্লাহর প্রশ্নের উত্তর দিলেন কেন্দুয়া-আটপাড়ার এমপি ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু সাহেব।
প্রশ্নঃ নাদিম উল্লাহ–
মাননীয় এমপি মহোদয় আমি কেন্দুয়া উপজেলার (নেত্রকোনা-৩) জুড়াইল গ্রামের বাসিন্দা। নওপাড়া বাজার হতে জুড়াইল নতুন বাজার পর্যন্ত পাকা সড়ক নির্মান এলাকার জনগনের বহূদিনের প্রাণের দাবী। বিগত কোন সাংসদই বিষয়টি নিয়ে গুরুত্ব দেয়নি। অথচ প্রতি বর্ষাতেই সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। আপনার নিকট সবিনয় জিজ্ঞাসা কবে নাগাদ সড়কটি পাকা হবে এবং জনদূর্ভোগ থেকে আমাদের পরিত্রাণের ব্যবস্থা করা হবে।
উত্তরঃ ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু এমপি
ধন্যবাদ নাদিম উল্লাহ
তুমি ইতিমধ্যেই জেনে থাকবে কেন্দুয়া উপজেলার নওপাড়া বাজার হতে কাউরাট গ্রাম পযর্ন্ত ২ কিঃমি সড়ক পাকা রাস্তা, নওপাড়া বাজার থেকে জুড়াইল নতুন বাজার পযর্ন্ত রাস্তার কাজটি ময়মনসিংহ প্রকল্প-১ এর আওতাধীন আছে। আমি এমপি হওয়ার পর উক্ত রাস্তাটি পাকা করানোর জন্য সকল প্রকার প্রয়োজনীয় কাগজপত্র জমা দেই এবং এটি অনুমোদনের অপেক্ষায়। আশা করছি খুব দ্রুত নওপাড়া বাজার থেকে জুড়াইল নতুন বাজার পযর্ন্ত রাস্তা পাকা করার কাজ শুরু হবে।
নিজের অধিকার নিজে আদায়ে সচেষ্ট হোন। আপনার সমস্যা কিংবা সম্ভাবনার কথা আপনার এমপি’কে জানান।
ফলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।