নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বুধবার (১৯ জুলাই) সকালে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৭ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে সকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোকা অবমুক্ত করেন, উপজেলা চেয়ারম্যান দেলোয়ার হোসেন ভূইয়া দুলাল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুতাসিমুল ইসলাম।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নেত্রকোনা জেলার সহকারি পুলিশ সুপার (এএসপি) সোহান সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা রোজী, কৃষি কর্মকর্তা হাসান ইমাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসাইন, মাসকা ইউনিয়নের মৎস্য চাষী আব্দুস সালাম ও পাইকুড়া ইউনিয়নের মৎস্য চাষী গাজীবুর রহমান প্রমুখ।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসাইন জানান, জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন উপলক্ষে ১৮ জুলাই স্থানীয় সাংবাদিকদের নিয়ে মতবিনিময় করা হয় এবং ১৯ জুলাই উদ্বোধন উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এছাড়াও মৎস্য সপ্তাহ উপলক্ষে ফরমালিন বিরোধী অভিযান, মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়ন, বর্তমান সরকারের আমলে মৎস্য সেক্টরে অগ্রগতি বিষয়ক আলোচনা, ভিডিও ও প্রামাণ্য চিত্র প্রদর্শন এবং সমাপনী দিনে স্থানীয় মৎস্য চাষীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।