মাঈন উদ্দিন সরকার রয়েলঃ নেত্রকোনার কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসারকে বিদায় সংবর্ধনা জানিয়েছে কেন্দুয়া মুক্তিযোদ্ধা কমান্ডের মুক্তিযোদ্ধারা । বুধবার বিকেলে মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদায়ী ইউএনও মোঃ মুতাসিমুল ইসলাম । ডেপুটি কমান্ডার লালচান মিয়ার পরিচালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা নুরুল হক,নুরুল ইসলাম প্রমূখ । এ সময় মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে বিদায়ী ইউএনও কে ক্রেষ্ট উপহার দেওয়া হয়। মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ের আয়োজিত এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অসংখ্য মুক্তিযোদ্ধা উপস্থিত ছিল ।