,


শিরোনাম:
«» ভুল তথ্যে সংবাদ প্রকাশ করায় এনবিআর সদস্য কায়কোবাদের প্রতিবাদ «» অনন্যা সাহা (স্বাতী) ৩২তম জন্মদিন। «» বৈষম্যবিরোধীদের ওপর অতর্কিত হামলা, আইসিইউতে ২ ছাত্রী «» হিন্দুদের সরকারি চাকরি থেকে বঞ্চিত করার অভিযোগ নিয়ে মুখ খুলল ইউনুসের সরকার, বলল… «» নতুন আঙ্গিকে আরো সু-পরিসরে ব্রাদার্স ফার্নিচার লি: এর শো-রুম এখন বরিশাল «» উদ্যোক্তা হাটের ২০২৪ এওয়ার্ড প্রদান «» উত্তরা ব্যাংকের এমডি রবিউল ইসলামের অপসারণ ও পদত্যাগের দাবিতে মানববন্ধন। «» ধর্মনিরপেক্ষতা খারিজের পক্ষে ইউনূস সরকার «» ভন্ডপীর সাঈদ আনোয়ার মোবারকী বাবুর বিরুদ্ধে মানববন্দন ও প্রতিবাদ সমাবেশ। «» গাইবান্ধায় ভুয়া প্রেসক্লাব খুলে কথিত সাংবাদিকরা হেনাস্তা করছে সরকারি কর্মকর্তা কর্মচারী ও ব্যবসায়ীদের

ইন্সপেক্টরশীপ পাশ করলেন লোহাগড়ার কৃতি সন্তান ডিএমপি মিরপুর মডেল থানায় কর্মরত সাব ইনস্পেকটর মোঃ সোহেল রানা

ইন্সপেক্টরশীপ পাশ করলেন লোহাগড়ার কৃতি সন্তান ডিএমপি মিরপুর মডেল থানায় কর্মরত সাব ইনস্পেকটর মোঃ সোহেল রানা

কাজী ইমরান নড়াইল জেলা প্রতিনিধিঃ

পরীক্ষায় রেকর্ড নম্বর পেয়ে ইন্সপেক্টরশীপ পাশ করলেন লোহাগড়ার কৃতি সন্তান ডিএমপি মিরপুর মডেল থানায় কর্মরত সাব ইন্সপেক্টর মোঃ সোহেল রানা।

ইন্সপেক্টর মোঃ সোহেল রানা নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের গন্ডব গ্রামের মরহুম আজম মোল্যার একমাত্র সন্তান এবং ডিআইজি (সিআইডি) শেখ নাজমুল আলমের ভাতিজি জামাই।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মোঃ সোহেল রানা ২০০৫ সালে লোহাগড়া উপজেলার মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে এসএসসি পাশ করেন। এরপর তিনি ভর্তি হন সরকারি লোহাগড়া আদর্শ কলেজে, সেখান থেকে কৃতিত্বের সাথে ২০০৭ সালে এইচএসসি পাশ করেন। ঢাকার সরকারি তিতুমীর কলেজ থেকে ২০১৩ সালে বাংলা বিষয়ে অনার্স পাশ করেন। একই কলেজ থেকে ২০১৫ সালে তিনি মাষ্টার্স পাশ করেন।

মানুষকে সেবার লক্ষ্য নিয়ে মোঃ সোহেল রানা পুলিশের সাব-ইন্সপেক্টর পদে ২০১৭ সালে যোগদান করেন। কর্মজীবনের শুরু থেকেই তিনি ঢাকা ডিএমপির অধিনে বিভিন্ন থানায় কর্মরত ছিলেন। বর্তমানে তিনি ডিএমপির মডেল থানায় সাব-ইন্সপেক্টর হিসেবে কর্মরত রয়েছেন।

পুলিশ বিভাগে ভাল কাজের স্বীকৃতি স্বরূপ তিনি ডিএমপি কমিশনার পুরস্কার, ক্লুলেস হত্যা মামলা তদন্ত করে শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তার পুরস্কারসহ অন্যান্য পুরস্কারে ভূষিত হয়েছেন। ২০১৯ সালে তিনি লোহাগড়া উপজেলার গন্ডব গ্রামের মরহুম শেখ মফিজুল আলমের একমাত্র মেয়েকে বিবাহ করেন। ব্যক্তিগত জীবনে তার আয়াস নামে একটি পূত্র ও আয়রা নামে একটি কন্যা সন্তান রয়েছে।

ইন্সপেক্টর মোঃ সোহেল রানা এক প্রতিক্রিয়ায় বলেন, মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে চাই। তাছাড়া অবহেলিত নড়াইল-লোহাগড়াবাসীর কল্যাণে কাজ করে যেতে চাই।

Share Button
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।
ঘোষনাঃ