গাইবান্ধার সুন্দরগঞ্জে ধানক্ষেত থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধারঃ
মোহন সরকার: গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের পূর্ব ছাপড়হাটি মৌজার মানসনদীর তীরে ধানক্ষেত থেকে আউয়াল হোসেন শুভ নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
জানা গেছে,১৪ মার্চ বৃহঃবার দুপুরে স্থানীয়রা ধানক্ষেতে গলা কাটা অবস্থায় লাশটি দেখতে পেয়ে থানায় খরব দিলে এসআই মামুনুর রশিদসহ ফোর্স এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে গাইবান্ধা আধুনিক হাসপাতালে পাঠিয়ে দিয়েছেন।
নিহত আউয়াল হোসেন শুভ জেলা সদরের মৌজা মালিবাড়ী গ্রামের হাফিজার রহমানের ছেলে।স্থানীয় বাজারে মোবাইল ব্যাংকিং ও ফ্লেক্সিলোডের ব্যাবসা করত বলে জানিয়েছে স্বজনেরা।
পরিবারের পক্ষ থেকে জানায়,গতকাল বুধবার সন্ধ্যায় ইফতার করে দোকানের উদ্দেশ্যে বেড়িয়ে গেলেও রাতে বাড়ী ফেরেনি।তার ফোন বন্ধ থাকায় পরিবারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি।পরে মানসনদীর পারে মৃতদেহটি দেখে তারা সনাক্ত করেন।
এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহাবুব আলম(বিপিএম) লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন,সংবাদ পাওয়া মাত্রই লাশ উদ্ধার করে করে ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে।হত্যাকান্ডের কারণ এখনো জানা যায়নি তবে হত্যার রহস্য উৎঘাটন ও জড়িতদের গ্রেফতারের জন্যে সর্বাত্মক চেস্টা অব্যাহত রয়েছে।
এ ধরনের আরো সংবাদ
গাইবান্ধার সাদুল্লাপুরে ট্রাক্টর দুর্ঘটনায় এক্সকেভিটর হেলপার নিহত।
সৌদিআরব দাম্মাম প্রবাসী। বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ ফারুক হোসেন মোল্যা ডেঙ্গু আক্রান্ত
ঝালকাঠিতে বরগুনার যৌতুক মামলার আসামি গ্রেফতার-০১
‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক’ পেলেন ঈশ্বরদীর ৫ জন
পলাশবাড়ীতে র্যাবের অভিযানে ফেন্সিডিল ও গাঁজা উদ্ধারসহ ২ মাদক কারবারি আটক।
গাইবান্ধার গোবিন্দগন্জে ফেরারি জিনের বাদশা – মোশারফ ওরফে মশা আটক


