বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নড়াইলে লোহাগড়ায় সোমবার শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা পালিত হয়েছে।
বিশ্বকর্মা পূজা একটি হিন্দুধর্মীয় উৎসব। হিন্দু স্থাপত্য দেবতা বিশ্বকর্মার সন্তুষ্টি লাভের আশায় সনাতন ধর্মালম্বীরা এই পূজা করে থাক। ভাদ্র মাসের শেষ দিনে বিশ্বকর্মার পূজা অনুষ্ঠিত হয়। অন্যান্য দেব-দেবীর মতোই মূর্তি গড়ে অথবা ঘটে-পটে বিশ্বকর্মার পূজা করা হয়। সূতার-মিস্ত্রিদের মধ্যে এ পূজার প্রচলন সর্বাধিক। বিশ্বের স্রষ্টা হিসেবে শ্রী শ্রী বিশ্বকর্মা দেবতা পূজিত হন।পুরান অনুসার, বিশ্বকর্মা দেবতা কৃষ্ণের রাজধানী দ্বারকা শহরটি নির্মাণ করেছিলেন। এছাড়াও তিনি রামায়ণে বর্ণিত লঙ্কা নগরী, পাণ্ডবদের মায়া সভা, রামায়ণে উল্লেখিত ব্রহ্মার পুষ্পক রথ, দেবতাদের বিভিন্ন গমনাগমনের জন্য বিভিন্ন বাহন, দেবপুরী এবং বিষ্ণুর সুদর্শন চক্র, শিব এর ত্রিশূল, কুবের এর অস্ত্র, ইন্দ্রের বজ্র, কার্তিকের শক্তি সহ দেবতাদের জন্য বহু কল্পিত অস্ত্রের স্রষ্টা।
বিশ্বকর্মার ভক্তরা বিশ্বাস করেন যে, তিনি এই বিশ্বের সব কর্মের সম্পাদক। তিনি সব ধরনের শিল্পের প্রকাশক। শিল্পবিদ্যায় বিশ্বকর্মার রয়েছে একচ্ছত্র অধিকার। তিনি নিজেই চতুঃষষ্টিকলা, স্থাপত্যবেদ এবং উপবেদ এর প্রকাশক। পূরাণে উল্লেখ আছে, পুরীর বিখ্যাত জগন্নাথমূর্তিও তিনিই নির্মাণ করেন। এজন্য তাকে স্বর্গীয় সূত্রধরও বলা হয়।
শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা উপলক্ষে সোমবার নড়াইলে লোহাগড়ার স্বর্ণকার, কর্মকার,নরসুন্দর এবং দারুশিল্প, স্থাপত্যশিল্প, মৃৎশিল্প প্রভৃতি শিল্পকর্মে নিযুক্ত ব্যবসায়ীরা নিজ নিজ কর্মে দক্ষতা অর্জনের জন্য বিশ্বকর্মার পূজার আয়োজন করে । পূজা শেষে ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
এ ধরনের আরো সংবাদ
গাইবান্ধায় শ্রী শ্রী জগন্নাথ দেবের শুভ রথ যাত্রা মহোৎসব অনুষ্ঠিত।
লোহাগড়ায় জাঁকজমের সাথে জন্মাষ্টমী পালিত।
লোহাগড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী পালিত।
লোহাগড়ায় অবরুদ্ধ ৫ পরিবারের উদ্যোগে মানববন্ধন, উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি পেশ।
লোহাগড়ায় ছাগল চুরি, মাংস উদ্ধার।
লোহাগড়ায় অবরুদ্ধ ৫ পরিবারের উদ্যোগে মানববন্ধন, উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি পেশ।


